০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা প্রথম উড্ডয়ন সম্পন্ন করল নাসার নীরব সুপারসনিক জেট X-59 ‘হ্যাঁ’–‘না’ পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া ইবতেদায়ী শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ জুলাই সনদে সাইন করে ভুল করেছেন, এখন কাফফারা দিন: বিএনপিকে নাসীরুদ্দীন

ঈদে অতিরিক্ত খাওয়ার পর অস্বস্তি? জেনে নিন কি করবেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • / 155

ছবি সংগৃহীত

 

উৎসবের আনন্দে খাবারের পরিমাণ একটু বেশি হয়ে যেতেই পারে। কিন্তু মাত্রাতিরিক্ত খাওয়া মানেই শরীরের জন্য বাড়তি চাপ। হজমের সমস্যা, পেটের অস্বস্তি বা শ্বাসকষ্ট—এসব হয়ে উঠতে পারে বিরক্তির কারণ। তবে ঈদের আয়োজনে যদি খাবার একটু বেশিই হয়ে যায়, তাহলে কিছু সহজ উপায়ে শরীরকে স্বস্তি দেওয়া সম্ভব।

তবে ঈদের এ আনন্দ নষ্ট হতে পারে শরীর খারাপ কারার জন্য। তাই ঈদ আনন্দের পাশাপাশি খেয়াল রাখতে হবে স্বাস্থ্যরও।

বিজ্ঞাপন

ঈদে অতিরিক্ত খেয়ে ফেলেছেন? অস্বস্তি দূর করতে মেনে চলুন এসব পরামর্শ –

ঈদের আয়োজনে সুস্বাদু খাবার দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত খাওয়ার পর যখন পেট ভার হয়ে আসে, তখনই শুরু হয় অস্বস্তি। তাই দ্রুত স্বাভাবিক বোধ করতে কিছু জরুরি পদক্ষেপ নিতে পারেন।

১. শীতল পরিবেশে থাকুন – অতিরিক্ত খাওয়ার পর গরম ও ভিড় এড়িয়ে ঠান্ডা জায়গায় বসুন। শরীর ও পাকস্থলী একটু স্বস্তি পাবে।

২. হালকা হাঁটাহাঁটি করুন –  খাবারের পরপরই শুয়ে না থেকে ধীরে ধীরে হাঁটুন। এতে হজমশক্তি বাড়বে এবং পেটের ভার কম অনুভূত হবে।

৩. পানি খান, কিন্তু পরিমাণমতো –  বেশি খাওয়ার ফলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। তাই একটু পরপর অল্প অল্প করে পানি পান করুন, তবে একসঙ্গে অনেকটা নয়।

৪. কোমল পানীয় এড়িয়ে চলুন – সফট ড্রিংক খেলে গ্যাস্ট্রিকের সমস্যা আরও বাড়তে পারে, পেট ফোলা লাগবে এবং অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে।

৫. গ্যাসের সমস্যা হলে ব্যবস্থা নিন – যদি খুব বেশি অস্বস্তি লাগে, তাহলে খাবারের অন্তত ৩০ মিনিট পর একটি গ্যাসের ওষুধ খেতে পারেন। তবে অতিরিক্ত ওষুধ না খাওয়াই ভালো।

৬. শ্বাসকষ্ট বা বমি ভাব হলে সতর্ক হোন – যদি মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা বমি আসছে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

ঈদ আনন্দের উৎসব, তবে খাবারে সংযম থাকলে এই আনন্দ দীর্ঘস্থায়ী হবে। তাই পরিমিত খাওয়ার অভ্যাস করুন আর শরীরকে সুস্থ রাখুন!

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ঈদে অতিরিক্ত খাওয়ার পর অস্বস্তি? জেনে নিন কি করবেন

আপডেট সময় ০৬:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

 

উৎসবের আনন্দে খাবারের পরিমাণ একটু বেশি হয়ে যেতেই পারে। কিন্তু মাত্রাতিরিক্ত খাওয়া মানেই শরীরের জন্য বাড়তি চাপ। হজমের সমস্যা, পেটের অস্বস্তি বা শ্বাসকষ্ট—এসব হয়ে উঠতে পারে বিরক্তির কারণ। তবে ঈদের আয়োজনে যদি খাবার একটু বেশিই হয়ে যায়, তাহলে কিছু সহজ উপায়ে শরীরকে স্বস্তি দেওয়া সম্ভব।

তবে ঈদের এ আনন্দ নষ্ট হতে পারে শরীর খারাপ কারার জন্য। তাই ঈদ আনন্দের পাশাপাশি খেয়াল রাখতে হবে স্বাস্থ্যরও।

বিজ্ঞাপন

ঈদে অতিরিক্ত খেয়ে ফেলেছেন? অস্বস্তি দূর করতে মেনে চলুন এসব পরামর্শ –

ঈদের আয়োজনে সুস্বাদু খাবার দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত খাওয়ার পর যখন পেট ভার হয়ে আসে, তখনই শুরু হয় অস্বস্তি। তাই দ্রুত স্বাভাবিক বোধ করতে কিছু জরুরি পদক্ষেপ নিতে পারেন।

১. শীতল পরিবেশে থাকুন – অতিরিক্ত খাওয়ার পর গরম ও ভিড় এড়িয়ে ঠান্ডা জায়গায় বসুন। শরীর ও পাকস্থলী একটু স্বস্তি পাবে।

২. হালকা হাঁটাহাঁটি করুন –  খাবারের পরপরই শুয়ে না থেকে ধীরে ধীরে হাঁটুন। এতে হজমশক্তি বাড়বে এবং পেটের ভার কম অনুভূত হবে।

৩. পানি খান, কিন্তু পরিমাণমতো –  বেশি খাওয়ার ফলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। তাই একটু পরপর অল্প অল্প করে পানি পান করুন, তবে একসঙ্গে অনেকটা নয়।

৪. কোমল পানীয় এড়িয়ে চলুন – সফট ড্রিংক খেলে গ্যাস্ট্রিকের সমস্যা আরও বাড়তে পারে, পেট ফোলা লাগবে এবং অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে।

৫. গ্যাসের সমস্যা হলে ব্যবস্থা নিন – যদি খুব বেশি অস্বস্তি লাগে, তাহলে খাবারের অন্তত ৩০ মিনিট পর একটি গ্যাসের ওষুধ খেতে পারেন। তবে অতিরিক্ত ওষুধ না খাওয়াই ভালো।

৬. শ্বাসকষ্ট বা বমি ভাব হলে সতর্ক হোন – যদি মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা বমি আসছে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

ঈদ আনন্দের উৎসব, তবে খাবারে সংযম থাকলে এই আনন্দ দীর্ঘস্থায়ী হবে। তাই পরিমিত খাওয়ার অভ্যাস করুন আর শরীরকে সুস্থ রাখুন!