ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বার বার ভাঙনে অস্থিত্ব সংকটে অনেক রাজনৈতিক দল ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার অস্ত্রবিরতির আলোচনা ইসরায়েলের হামলা ও অবরোধে গাজায় একদিনেই ৭১ জনের প্রাণহানি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের বৈঠক: নীতিগত আলোচনা আবহাওয়ার সতর্কতা: ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

শীর্ষ পর্যায়ের কূটনৈতিক সাক্ষাৎ: চীনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ডিং জুয়েশিয়াং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 52

ছবি: সংগৃহীত

 

চীনের রাজ্য পরিষদের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) হাইনানের বোয়াও স্টেট গেস্ট হাউজে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। চলমান বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে আয়োজিত এই সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রধান উপদেষ্টা বর্তমানে চারদিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করছেন।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিউনহাই বাও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরে তাকে চীনা সরকারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা, বাণিজ্যিক সম্পর্ক, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে।

বিশ্ব অর্থনীতিতে চীনের ভূমিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে কাজ করে এমন বোয়াও ফোরামটি এশিয়ার ‘দাভোস’ নামে পরিচিত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘উন্মুক্ততা ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের গড়ন’।

চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে এই সফর কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই দেশের কর্মকর্তারা।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন, এবং তার চলমান চীন সফরও সেই ধারাবাহিকতারই অংশ।

নিউজটি শেয়ার করুন

শীর্ষ পর্যায়ের কূটনৈতিক সাক্ষাৎ: চীনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ডিং জুয়েশিয়াং

আপডেট সময় ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

 

চীনের রাজ্য পরিষদের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) হাইনানের বোয়াও স্টেট গেস্ট হাউজে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। চলমান বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে আয়োজিত এই সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রধান উপদেষ্টা বর্তমানে চারদিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করছেন।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিউনহাই বাও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরে তাকে চীনা সরকারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা, বাণিজ্যিক সম্পর্ক, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা গেছে।

বিশ্ব অর্থনীতিতে চীনের ভূমিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে কাজ করে এমন বোয়াও ফোরামটি এশিয়ার ‘দাভোস’ নামে পরিচিত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘উন্মুক্ততা ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের গড়ন’।

চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে এই সফর কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই দেশের কর্মকর্তারা।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন, এবং তার চলমান চীন সফরও সেই ধারাবাহিকতারই অংশ।