ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আকাশে বিরল বিস্ফোরণের দৃশ্য: আজ দেখা যেতে পারে ‘নোভা’র চমক গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্পের ঘোষণা ঘিরে বৈশ্বিক উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত সুইসাইড’ বা আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা তদারকি করেলন কিম জং উন: নতুন সামরিক রূপে উত্তর কোরিয়া ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশে ক্ষুব্ধ দিল্লি ঈদ উৎসবে ঐতিহ্যের ছোঁয়া: উত্তরে প্রস্তুতি চলছে বর্ণিল ঈদ মিছিলের- জানালেন আসিফ মাহমুদ দুর্নীতির মামলায় জি কে শামীমের সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড, খালাস পেয়েছেন মা, বাজেয়াপ্ত ২৯৭ কোটি টাকা ঐতিহ্য আর ভক্তির মিলনমেলা—তিতাস নদীতে গঙ্গাস্নান ও লোকজ উৎসব ভারত থেকে আসল আরও ৯ হাজার ৫০০ মেট্রিক টন চাল, মোট আমদানির পরিমাণ ছাড়াল প্রায় ৩ লাখ টন এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ গঠনে যৌথ রোডম্যাপের আহ্বান ড. ইউনূসের ঈদের ৯ দিনের ছুটি, তবুও স্থবির হবে না অর্থনীতি: ড. সালেহউদ্দিন

শেয়ারবাজারে চাঙ্গাভাব, সূচকের ঊর্ধ্বগতির সাথে বেড়েছে লেনদেনে গতিও

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন শুরু হয়েছে বেশ চাঙ্গাভাব নিয়ে। দিনের শুরু থেকেই সূচকে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা, সঙ্গে ছিল লেনদেনেও ইতিবাচক গতি।

সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৬ পয়েন্টে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১১৭০ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৩ পয়েন্ট, যা অবস্থান করছে ১৯১৯ পয়েন্টে।

এই সময়ে মোট ৮৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। মোট ৩৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ৩৮টির, এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শুরুতে সূচকের গতি ছিল বেশ তেজি। প্রথম ৫ মিনিটেই সূচক বেড়ে যায় ২২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে আরও ৩ পয়েন্ট যোগ হয়। ১০টা ২০ মিনিটে সূচক এক লাফে পৌঁছায় ৫ হাজার ২২১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেশি।

ডিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল যেসব কোম্পানি—বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বিএসসি, ইস্টার্ন লুব্রিকেন্ট, জিকিউ বলপেন, শাইনপুকুর সিরামিক, আলিফ ইন্ডাস্ট্রি, বিচ হ্যাচারি, উত্তরা ব্যাংক ও ফুওয়াং ফুড।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দেখা গেছে সূচকের উল্লম্ফন। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট বেড়ে পৌঁছায় ১৪ হাজার ৫৭৬ পয়েন্টে। এ সময়ের মধ্যে লেনদেন হয় প্রায় ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

সিএসইতে ২৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারদর।

সপ্তাহের শুরুতেই বাজারে এমন ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরলে ধীরে ধীরে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং বাজার আরও সক্রিয় হয়ে উঠবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
৫১৩ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে চাঙ্গাভাব, সূচকের ঊর্ধ্বগতির সাথে বেড়েছে লেনদেনে গতিও

আপডেট সময় ০৩:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

 

দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন শুরু হয়েছে বেশ চাঙ্গাভাব নিয়ে। দিনের শুরু থেকেই সূচকে ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা, সঙ্গে ছিল লেনদেনেও ইতিবাচক গতি।

সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৬ পয়েন্টে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১১৭০ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৩ পয়েন্ট, যা অবস্থান করছে ১৯১৯ পয়েন্টে।

এই সময়ে মোট ৮৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। মোট ৩৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ৩৮টির, এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শুরুতে সূচকের গতি ছিল বেশ তেজি। প্রথম ৫ মিনিটেই সূচক বেড়ে যায় ২২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে আরও ৩ পয়েন্ট যোগ হয়। ১০টা ২০ মিনিটে সূচক এক লাফে পৌঁছায় ৫ হাজার ২২১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেশি।

ডিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল যেসব কোম্পানি—বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বিএসসি, ইস্টার্ন লুব্রিকেন্ট, জিকিউ বলপেন, শাইনপুকুর সিরামিক, আলিফ ইন্ডাস্ট্রি, বিচ হ্যাচারি, উত্তরা ব্যাংক ও ফুওয়াং ফুড।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দেখা গেছে সূচকের উল্লম্ফন। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট বেড়ে পৌঁছায় ১৪ হাজার ৫৭৬ পয়েন্টে। এ সময়ের মধ্যে লেনদেন হয় প্রায় ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

সিএসইতে ২৩টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারদর।

সপ্তাহের শুরুতেই বাজারে এমন ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরলে ধীরে ধীরে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং বাজার আরও সক্রিয় হয়ে উঠবে।