গাজায় যুদ্ধবিরতির আহ্বান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের

- আপডেট সময় ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 21
গাজা উপত্যকায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় রুখতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা এই বার্তা দেন।
বিবৃতিতে বলা হয়, “গাজায় পানি, বিদ্যুৎসহ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি ফিরিয়ে দিতে হবে। আন্তর্জাতিক মানবিক আইন অনুসরণ করে চিকিৎসাসেবা ও আহতদের সরিয়ে নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।”
তিন দেশের শীর্ষ কূটনীতিকরা গাজায় বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য হামাসের প্রতিও আহ্বান জানান তারা।
বিবৃতিতে বলা হয়, “এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। টেকসই যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সমঝোতাই একমাত্র শান্তির পথ।”
তারা আরও জানান, জাতিসংঘের প্রকল্প পরিষেবা কার্যালয় (ইউএনওপিএস) ভবনে ইসরায়েলি হামলার ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তিন দেশের এ শান্তির আহ্বান এমন সময় এলো, যখন ইসরায়েল সম্প্রতি গাজায় আকাশ ও স্থলপথে হামলার মাত্রা বৃদ্ধি করেছে। ফলে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখন পুরোপুরি ভঙ্গ হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ মানুষ।
মানবিক সহায়তা বন্ধ, হাসপাতাল ধ্বংস আর বেসামরিক হতাহতের ঘটনায় আন্তর্জাতিক মহল আরও একবার কঠোর অবস্থান নিতে শুরু করেছে। গাজায় রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুদ্ধবিরতির দাবি এখন বিশ্বজনমতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।