শিরোনাম :
পাবনায় ট্রাকের ধাক্কায় নিহত ৩, আহত ৪
পাবনায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা নসিমনের ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন যাত্রী। নসিমনে যাত্রীরা কৃষি শ্রমিক
আজ শুক্রবার ভোর ৫ টার দিকে সাঁথিয়া উপজেলার মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী তিন চাকার নসিমনটি দাড়ানো ছিল। হঠাৎ এসময় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি ট্রাক নসিমনটিকে চাপা দেয়। আহত হন ৭ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাকের চালক।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বান্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিষয় :
সড়ক দুর্ঘটনা