ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রাশিয়ায়, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সূচনা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর এবার রাশিয়ায় আলোচনা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এই তথ্য জানিয়েছেন, তবে প্রতিনিধি দলের সদস্যদের নাম প্রকাশ করেননি তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ইতোমধ্যেই রুশ প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন। কিছু দিন আগে, হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছিল, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ জেদ্দায় আলোচনার পর মস্কোতে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে যেতে পারেন। বুধবার, এ বিষয়ে নিশ্চিতকরণও দেয়া হয়েছে।

ক্রেমলিন থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি এখন পর্যালোচনা করা হচ্ছে এবং রাশিয়া রাজি হবে কি না, তা কয়েক দিনের মধ্যে স্পষ্ট হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এদিকে, যুদ্ধবিরতির আলোচনার মাঝেও ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি আবারও তীব্র হয়ে উঠেছে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ক্রিভি রিহ, ওডেসা, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং খারকিভ। রাশিয়ার কুরস্ক অঞ্চলেও সংঘর্ষ চলছে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ সেনারা সফলভাবে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করা হচ্ছে। এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন কুরস্ক অঞ্চলের একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন, যা তার প্রথম সফর।

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি বুধবার জানিয়েছেন, কুরস্ক থেকে কিছু সেনা সরে যাচ্ছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার তাদের জীবনের নিরাপত্তা রক্ষা করা। যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে চাপ দিতে শুরু করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, আলোচনায় সফলতা আসবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
৫০৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রাশিয়ায়, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সূচনা

আপডেট সময় ০৮:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

 

ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর পর এবার রাশিয়ায় আলোচনা করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এই তথ্য জানিয়েছেন, তবে প্রতিনিধি দলের সদস্যদের নাম প্রকাশ করেননি তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ইতোমধ্যেই রুশ প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন। কিছু দিন আগে, হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছিল, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ জেদ্দায় আলোচনার পর মস্কোতে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে যেতে পারেন। বুধবার, এ বিষয়ে নিশ্চিতকরণও দেয়া হয়েছে।

ক্রেমলিন থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবটি এখন পর্যালোচনা করা হচ্ছে এবং রাশিয়া রাজি হবে কি না, তা কয়েক দিনের মধ্যে স্পষ্ট হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এদিকে, যুদ্ধবিরতির আলোচনার মাঝেও ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি আবারও তীব্র হয়ে উঠেছে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ক্রিভি রিহ, ওডেসা, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং খারকিভ। রাশিয়ার কুরস্ক অঞ্চলেও সংঘর্ষ চলছে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ সেনারা সফলভাবে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করা হচ্ছে। এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন কুরস্ক অঞ্চলের একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন, যা তার প্রথম সফর।

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ওলেকজান্ডার সিরস্কি বুধবার জানিয়েছেন, কুরস্ক থেকে কিছু সেনা সরে যাচ্ছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার তাদের জীবনের নিরাপত্তা রক্ষা করা। যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে চাপ দিতে শুরু করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, আলোচনায় সফলতা আসবে।