ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
এবছর ফিতরার নতুন হার ঘোষণা: সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটের প্রস্তাব ইসি সানাউল্লাহর নসিটিবির চেয়ারম্যান: রাখাল রাহার সঙ্গে পাঠ্যবই ছাপার কাগজ কেনার কোনো সম্পর্ক নেই ফরিদপুরের ভাঙ্গায় বাঙ্গি চাষে কৃষকদের সফলতা নারীর অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থানের আহ্বান জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর অবস্থান, ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি নারী সুরক্ষায় পুলিশের ডিজিটাল রূপান্তর: চালু হচ্ছে শর্টকোড ৩৩৩৩ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় সাফল্য বাংলাদেশের, প্রবৃদ্ধি ৪৬% মৌলভীবাজারে চা মৌসুমের শুভ সূচনা: শ্রমিকদের মুখে আনন্দের হাসি দেশত্যাগে নিষেধাজ্ঞার মুখে শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা

লক্ষ্মীপুরে নৌপুলিশের ওপর হামলা, ১৩ জেলে আটক

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করার সময় নৌপুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) রাতে মজুচৌধুরী হাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল আহমেদ জানান, অভিযান পরিচালনার সময় জেলেরা লাঠিসোঁটা নিয়ে নৌপুলিশের ওপর হামলা চালায়, যার ফলে এক পুলিশ কর্মকর্তা সহ চারজন আহত হন। হামলার শিকার হন নৌপুলিশের ইনচার্জ সোহেল আহমেদ, নায়েক সুকুমার রায়, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন এবং ট্রলার মাঝি জামাল হোসেন।

এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জাটকা সংরক্ষণ আইন এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, অভিযান চলাকালে চারটি নৌকা, ৫৩১ মিটার কারেন্ট জাল এবং ১৮ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। মজুচৌধুরী হাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বলেন, ‘‘মাছ ধরা নিষিদ্ধের উদ্দেশ্য ছিল ইলিশের উৎপাদন বৃদ্ধি, যা সরকার নিয়ন্ত্রণ করে আসছে।’’ তিনি আরও জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে যাতে এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হয়।

প্রসঙ্গত, মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধের প্রধান উদ্দেশ্য হলো ইলিশের উৎপাদন বৃদ্ধি করা এবং জাটকা সংরক্ষণ করা। এই ধরনের অভিযান নিষেধাজ্ঞার বাস্তবায়ন নিশ্চিত করতে সহায়ক হিসেবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
৫১৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে নৌপুলিশের ওপর হামলা, ১৩ জেলে আটক

আপডেট সময় ১২:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করার সময় নৌপুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৯ মার্চ) রাতে মজুচৌধুরী হাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল আহমেদ জানান, অভিযান পরিচালনার সময় জেলেরা লাঠিসোঁটা নিয়ে নৌপুলিশের ওপর হামলা চালায়, যার ফলে এক পুলিশ কর্মকর্তা সহ চারজন আহত হন। হামলার শিকার হন নৌপুলিশের ইনচার্জ সোহেল আহমেদ, নায়েক সুকুমার রায়, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন এবং ট্রলার মাঝি জামাল হোসেন।

এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জাটকা সংরক্ষণ আইন এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, অভিযান চলাকালে চারটি নৌকা, ৫৩১ মিটার কারেন্ট জাল এবং ১৮ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়। মজুচৌধুরী হাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বলেন, ‘‘মাছ ধরা নিষিদ্ধের উদ্দেশ্য ছিল ইলিশের উৎপাদন বৃদ্ধি, যা সরকার নিয়ন্ত্রণ করে আসছে।’’ তিনি আরও জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে যাতে এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হয়।

প্রসঙ্গত, মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধের প্রধান উদ্দেশ্য হলো ইলিশের উৎপাদন বৃদ্ধি করা এবং জাটকা সংরক্ষণ করা। এই ধরনের অভিযান নিষেধাজ্ঞার বাস্তবায়ন নিশ্চিত করতে সহায়ক হিসেবে কাজ করছে।