ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
এবছর ফিতরার নতুন হার ঘোষণা: সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোটের প্রস্তাব ইসি সানাউল্লাহর নসিটিবির চেয়ারম্যান: রাখাল রাহার সঙ্গে পাঠ্যবই ছাপার কাগজ কেনার কোনো সম্পর্ক নেই ফরিদপুরের ভাঙ্গায় বাঙ্গি চাষে কৃষকদের সফলতা নারীর অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থানের আহ্বান জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর অবস্থান, ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি নারী সুরক্ষায় পুলিশের ডিজিটাল রূপান্তর: চালু হচ্ছে শর্টকোড ৩৩৩৩ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় সাফল্য বাংলাদেশের, প্রবৃদ্ধি ৪৬% মৌলভীবাজারে চা মৌসুমের শুভ সূচনা: শ্রমিকদের মুখে আনন্দের হাসি দেশত্যাগে নিষেধাজ্ঞার মুখে শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: ১৪ সমন্বয়ক গ্রেফতার

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

রাজধানীর কলাবাগানের রাসেল স্কয়ার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা আহ্বায়কসহ ১৪ সমন্বয়ককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান এই তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সংগঠনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদে থাকা নেতা-কর্মীরা রয়েছেন। তারা রাসেল স্কয়ারে শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা করে, চাঁদা দাবি করে এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান।

ভুক্তভোগী ব্যবসায়ী শেখ কবির জানিয়েছেন, হামলাকারীরা তার অফিসে ঢুকে নগদ টাকা ও চারটি কম্পিউটার লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছানোর পর তাদের আটক করে থানায় হস্তান্তর করেন।

ওসি বলেন, ব্যবসায়ী শেখ কবিরের করা মামলার ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা: ১৪ সমন্বয়ক গ্রেফতার

আপডেট সময় ১২:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

রাজধানীর কলাবাগানের রাসেল স্কয়ার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানা আহ্বায়কসহ ১৪ সমন্বয়ককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান এই তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সংগঠনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদে থাকা নেতা-কর্মীরা রয়েছেন। তারা রাসেল স্কয়ারে শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে হামলা করে, চাঁদা দাবি করে এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান।

ভুক্তভোগী ব্যবসায়ী শেখ কবির জানিয়েছেন, হামলাকারীরা তার অফিসে ঢুকে নগদ টাকা ও চারটি কম্পিউটার লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছানোর পর তাদের আটক করে থানায় হস্তান্তর করেন।

ওসি বলেন, ব্যবসায়ী শেখ কবিরের করা মামলার ভিত্তিতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।