ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৪, আহত ২৯

- আপডেট সময় ০৫:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / 35
ইউক্রেনের ক্রিভি রিহ শহরের একটি হোটেলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে এ হামলা চালানো হয়, যা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন নগরীর সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার ভিলকুল।
হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হামলায় হোটেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জানালাগুলো উড়ে গেছে, ধোঁয়ায় আকাশ কালো হয়ে উঠেছিল। উদ্ধার কাজে ক্রেন মোতায়েন করা হয়েছে।
ক্রিভি রিহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে শহরটি বারবার হামলার শিকার হয়েছে। বুধবারের হামলায় হোটেল ছাড়াও ১৪টি অ্যাপার্টমেন্ট ভবন, ডাকঘর, সাংস্কৃতিক কেন্দ্র, ১২টি দোকান এবং প্রায় দুই ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, হোটেলটিতে একটি মানবিক সংস্থার স্বেচ্ছাসেবকরা ছিলেন, যাদের মধ্যে মার্কিন ও ব্রিটিশ নাগরিকও ছিলেন। তবে হামলার আগেই তারা হোটেল ছাড়তে সক্ষম হন।
এ হামলার মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করার ঘোষণা দেয়। ফলে পোল্যান্ডে থাকা সামরিক সরঞ্জামগুলোও ইউক্রেনে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছে।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সতর্ক করে বলেছেন, “আমি বিশ্বাস করতে চাই যে যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে, যদি তা না হয়, তবে আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।” রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এরই মধ্যে ইউক্রেনজুড়ে হামলা অব্যাহত রেখেছে মস্কো, যা যুদ্ধের অবসানের সম্ভাবনাকে আরও জটিল করে তুলছে।