ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, উদ্ধার তৎপরতা চলছে গাইবান্ধায় বজ্রপাতে এক কৃষকের গরুর মৃত্যু দুর্নীতি কমলে দেশ দ্রুত এগোবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ গাজার অধিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়ক পুলিশের বাধার মুখে সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাঁকড়া চাষের মাধ্যমে উপকূলের উন্নয়ন ও বিদেশে হচ্ছে রপ্তানি নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

জাতিসংঘে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদন উপস্থাপন আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • / 37

ছবি সংগৃহীত

 

আগামী জুলাই-আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক একটি প্রতিবেদন উপস্থাপন করবেন। বুধবার, ৫ মার্চ, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে এই প্রতিবেদনটি তুলে ধরা হবে।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান। এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেবেন।

প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি, জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে মানবাধিকার, ন্যায়বিচার এবং জবাবদিহিতা সংক্রান্ত তাদের অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে আলোচনা করবে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গত ২ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) অফিস তাদের জেনেভা অফিস থেকে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিক্ষোভের সময় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হন। এছাড়াও, কয়েক হাজার মানুষ গুরুতর আহত হন এবং অনেকেই আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন।

এ ঘটনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং জাতিসংঘের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

@riyad Sir Sir, please check

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদন উপস্থাপন আজ

আপডেট সময় ০৫:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

 

আগামী জুলাই-আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক একটি প্রতিবেদন উপস্থাপন করবেন। বুধবার, ৫ মার্চ, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে এই প্রতিবেদনটি তুলে ধরা হবে।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সরাসরি সম্প্রচার করা হবে এই অনুষ্ঠান। এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেবেন।

প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি, জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে মানবাধিকার, ন্যায়বিচার এবং জবাবদিহিতা সংক্রান্ত তাদের অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে আলোচনা করবে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গত ২ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ওএইচসিএইচআর) অফিস তাদের জেনেভা অফিস থেকে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিক্ষোভের সময় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হন। এছাড়াও, কয়েক হাজার মানুষ গুরুতর আহত হন এবং অনেকেই আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন।

এ ঘটনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং জাতিসংঘের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

@riyad Sir Sir, please check