ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার, স্বাস্থ্যসেবায় নেওয়া হবে নতুন উদ্যোগ: রিজওয়ানা বিশ্ব বাণিজ্য পথের নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন কৌশল ইবি উপাচার্য কার্যালয়ে উত্তেজনা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার ঈদে ৩ নায়কের বক্স অফিসের লড়াই: শাকিব, নিশো ও সিয়ামের শক্তিশালী প্রত্যাবর্তন অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লখযোগ্য প্রবৃদ্ধি, অগ্রসর অন্যান্য খাতও ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর রানা ভারতে প্রত্যর্পণের পথে, যুক্তরাষ্ট্রের সম্মতি পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক দুই উপাচার্যসহ চার শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সাত্তার, অধ্যাপক আনোয়ার হোসেন এবং আরও দুই শিক্ষক।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছিল। তদন্তে এ সংক্রান্ত প্রমাণ পাওয়ায় আমরা আইনি ব্যবস্থা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যেকোনো ধরনের দুর্নীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। তাই এ ধরনের অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।’ জানা গেছে, অভিযুক্তরা নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ দিয়েছেন, যেখানে মেধার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অনেকে বলছেন, এই ধরনের দুর্নীতি উচ্চশিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করে। বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও কঠিন শাস্তির ব্যবস্থা থাকা দরকার।

এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ শুধু যবিপ্রবিতেই নয়, দেশের আরও কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ শোনা যায়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৪:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক দুই উপাচার্যসহ চার শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সাত্তার, অধ্যাপক আনোয়ার হোসেন এবং আরও দুই শিক্ষক।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই আসছিল। তদন্তে এ সংক্রান্ত প্রমাণ পাওয়ায় আমরা আইনি ব্যবস্থা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যেকোনো ধরনের দুর্নীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। তাই এ ধরনের অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।’ জানা গেছে, অভিযুক্তরা নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ দিয়েছেন, যেখানে মেধার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অনেকে বলছেন, এই ধরনের দুর্নীতি উচ্চশিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করে। বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও কঠিন শাস্তির ব্যবস্থা থাকা দরকার।

এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ শুধু যবিপ্রবিতেই নয়, দেশের আরও কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ শোনা যায়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা।