দেশের সংস্কার নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের দৃঢ় অবস্থান: “এ বছরেই নির্বাচন হবে”
- আপডেট সময় ১২:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / 122
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের সংস্কারের রূপরেখা তুলে ধরেছেন, যা নিয়ে তিনি একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করেছেন।
বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরের সাথে আলাপকালে ড. ইউনূস বলেন, “সংস্কারের প্রক্রিয়া আমরা ইতিমধ্যে শুরু করেছি। প্রতি বিষয়ে সুপারিশ করা হবে এবং রাজনৈতিক দলগুলোকে এসব বিষয়ে মতামত দিতে হবে।” তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোকে সুপারিশের বিষয়ে তাদের সঙ্গতি বা অমত জানাতে হবে, এবং এটাই দেশের সংস্কারের পথে মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
“যে সুপারিশগুলোতে সবাই একমত হবে, সেগুলো আলাদা কাগজে চূড়ান্ত করা হবে এবং সেটিকে ‘জুলাই চার্টার’ হিসেবে ঘোষণা করা হবে,” বলেন তিনি। তাঁর মতে, দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা হলেই নির্বাচন এবং পরবর্তী পদক্ষেপগুলো কার্যকর হবে।
এছাড়া, নির্বাচনের সময়সূচি নিয়ে প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, “আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে, নির্বাচন এ বছরেই হবে, আর এর বাইরে কিছু বলার প্রয়োজন নেই।”
এ ধরনের সংকটমুক্ত নির্বাচন এবং সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন, এবং তার নেতৃত্বে দেশ দ্রুত পরিবর্তনের পথে এগিয়ে চলেছে।
এভাবে, রাজনৈতিক দলগুলোর সম্মতির মাধ্যমে দেশীয় সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে এবং সকলের মতামতের ভিত্তিতে নির্বাচনের পূর্বেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি চূড়ান্ত করা হবে।
























