ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ইদ/রোজা হয় কেন? বাংলাদেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু যুক্তরাষ্ট্রের সামগ্রিক সহায়তা বন্ধের হুমকি, সংকটে ইউক্রেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের লবিং: সিরিয়াকে দুর্বল ও বিভক্ত রাখার নতুন কৌশল অবলম্বন সীমাহীন জ্বালানির সন্ধানে চীনের যুগান্তকারী আবিষ্কার! চলবে ৬০ হাজার বছর সীমান্ত হত্যা বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিজিবি প্রধানের শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই, দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব: চিফ প্রসিকিউটর উত্তরাখণ্ডে তুষারধসের আঘাতে নিহত ৪, এখনো নিখোঁজ ৫ – উদ্ধার অভিযানে হেলিকপ্টার ডিজেল-কেরোসিন ও পেট্রল-অকটেনের মূল্য পুনঃনির্ধারণ করে সরকারী প্রজ্ঞাপন জারি মেটার নতুন এআই অ্যাপ: চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

বাংলাদেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে রোজা। আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। এ মাসে ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করেন। সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই শুরু হবে তারাবির নামাজ, যা পুরো রমজান মাসজুড়ে চলবে।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো রোজা। সব সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রোজা রাখা ফরজ। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালান ধর্মপ্রাণ মুসল্লিরা।

এই মহিমান্বিত মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছিল আল-কোরআন, যা সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশনা স্বরূপ। রমজান শুধু আত্মশুদ্ধি ও সংযমের মাস নয়, বরং ধনী-গরিব নির্বিশেষে সবার মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য সুযোগ।

হাজার বছর ধরে চাঁদ দেখার ভিত্তিতেই বিশ্ব মুসলিম উম্মাহ রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন নির্ধারণ করে আসছে। চাঁদ দেখার মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় রমজান শুরুর সময় এবং পবিত্র ঈদুল ফিতরের দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে রমজানের প্রথম দিন শুরু হবে আগামীকাল।

রমজান মাসে মুসলমানদের জন্য বিশেষ ইবাদত ও দোয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহর অশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা আত্মশুদ্ধি ও ইবাদতে ব্যস্ত থাকবেন এ মাসজুড়ে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫০২ বার পড়া হয়েছে

বাংলাদেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু

আপডেট সময় ০৭:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে রোজা। আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। এ মাসে ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করেন। সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই শুরু হবে তারাবির নামাজ, যা পুরো রমজান মাসজুড়ে চলবে।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো রোজা। সব সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রোজা রাখা ফরজ। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালান ধর্মপ্রাণ মুসল্লিরা।

এই মহিমান্বিত মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছিল আল-কোরআন, যা সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশনা স্বরূপ। রমজান শুধু আত্মশুদ্ধি ও সংযমের মাস নয়, বরং ধনী-গরিব নির্বিশেষে সবার মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য সুযোগ।

হাজার বছর ধরে চাঁদ দেখার ভিত্তিতেই বিশ্ব মুসলিম উম্মাহ রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন নির্ধারণ করে আসছে। চাঁদ দেখার মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় রমজান শুরুর সময় এবং পবিত্র ঈদুল ফিতরের দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে রমজানের প্রথম দিন শুরু হবে আগামীকাল।

রমজান মাসে মুসলমানদের জন্য বিশেষ ইবাদত ও দোয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহর অশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা আত্মশুদ্ধি ও ইবাদতে ব্যস্ত থাকবেন এ মাসজুড়ে।