ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :

সহায়তা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতা চালু মার্চ থেকেই: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা আগামী মার্চ থেকে সরকারি ভাতা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে, নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শহীদ পরিবার ও আহতদের জন্য সরকারি সহায়তা

প্রেস সচিব জানান, ইতোমধ্যে শহীদ ও আহতদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবে, যা ধাপে ধাপে বিতরণ করা হবে প্রথম দফায় ১০ লাখ এবং পরবর্তী অর্থবছরে বাকি ২০ লাখ টাকা। পাশাপাশি, প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

আহত যোদ্ধাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা দেওয়া হবে।

ক্যাটাগরি ‘এ’ (অতি-গুরুতর আহত)

এই তালিকায় রয়েছে ৪৯৩ জন, যারা চিকিৎসার পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তারা এককালীন ৫ লাখ টাকা, মাসিক ২০ হাজার টাকা ভাতা, এবং আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। প্রয়োজনে দেশ-বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

ক্যাটাগরি ‘বি’ (গুরুতর আহত)

এই তালিকায় ৯০৮ জন অন্তর্ভুক্ত, যারা আংশিকভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন। তারা এককালীন ৩ লাখ টাকা, মাসিক ১৫ হাজার টাকা ভাতা, এবং সরকারি-বেসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

ক্যাটাগরি ‘সি’ (আহত)

এই শ্রেণিতে ১০,৬৪৮ জন অন্তর্ভুক্ত, যারা চিকিৎসার পর সুস্থ হয়েছেন। তারা এককালীন ১ লাখ টাকা, মাসিক ১০ হাজার টাকা ভাতা, এবং পুনর্বাসন সুবিধা পাবেন।

প্রেস সচিব জানান, সরকার শহীদ ও যোদ্ধাদের পরিচয়পত্র প্রদান করবে, যা দেখিয়ে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করা যাবে। জাতির জন্য আত্মত্যাগীদের প্রতি সম্মান জানিয়ে সরকার যথাযথ দায়িত্ব পালন করবে বলে তিনি আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৫০৩ বার পড়া হয়েছে

সহায়তা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতা চালু মার্চ থেকেই: প্রেস সচিব

আপডেট সময় ০৮:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা আগামী মার্চ থেকে সরকারি ভাতা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে, নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শহীদ পরিবার ও আহতদের জন্য সরকারি সহায়তা

প্রেস সচিব জানান, ইতোমধ্যে শহীদ ও আহতদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবে, যা ধাপে ধাপে বিতরণ করা হবে প্রথম দফায় ১০ লাখ এবং পরবর্তী অর্থবছরে বাকি ২০ লাখ টাকা। পাশাপাশি, প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

আহত যোদ্ধাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা দেওয়া হবে।

ক্যাটাগরি ‘এ’ (অতি-গুরুতর আহত)

এই তালিকায় রয়েছে ৪৯৩ জন, যারা চিকিৎসার পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তারা এককালীন ৫ লাখ টাকা, মাসিক ২০ হাজার টাকা ভাতা, এবং আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। প্রয়োজনে দেশ-বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

ক্যাটাগরি ‘বি’ (গুরুতর আহত)

এই তালিকায় ৯০৮ জন অন্তর্ভুক্ত, যারা আংশিকভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন। তারা এককালীন ৩ লাখ টাকা, মাসিক ১৫ হাজার টাকা ভাতা, এবং সরকারি-বেসরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

ক্যাটাগরি ‘সি’ (আহত)

এই শ্রেণিতে ১০,৬৪৮ জন অন্তর্ভুক্ত, যারা চিকিৎসার পর সুস্থ হয়েছেন। তারা এককালীন ১ লাখ টাকা, মাসিক ১০ হাজার টাকা ভাতা, এবং পুনর্বাসন সুবিধা পাবেন।

প্রেস সচিব জানান, সরকার শহীদ ও যোদ্ধাদের পরিচয়পত্র প্রদান করবে, যা দেখিয়ে বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করা যাবে। জাতির জন্য আত্মত্যাগীদের প্রতি সম্মান জানিয়ে সরকার যথাযথ দায়িত্ব পালন করবে বলে তিনি আশ্বাস দেন।