ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমির স্বপ্ন জিইয়ে রাখলো আফগানিস্তান

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের দারুণ পারফরম্যান্সে ৮ রানে হার মানতে বাধ্য হলো ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে শ্বাসরুদ্ধকর উত্তেজনা থাকলেও আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত বোলিংয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল আফগানিস্তান।

ইংল্যান্ডের সামনে ছিল ৩২৬ রানের চ্যালেঞ্জ। জো রুটের সেঞ্চুরি ও জেমি ওভারটনের লড়াইয়ে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। শেষ ২৬ বলে প্রয়োজন ছিল মাত্র ৩৯ রান। তবে ওমরজাইয়ের স্পেল যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। প্রথম চার বলে মাত্র চার রান দেন তিনি। পঞ্চম বলে আদিল রশিদের উইকেট তুলে নিতেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায় ইংল্যান্ডের জন্য। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৩১৭ রানেই থামে ইংল্যান্ড, আর আফগানিস্তান পায় ইতিহাসগড়া এক বিজয়।

এর আগে আফগানিস্তানের ইনিংসের নায়ক ছিলেন ইব্রাহিম জাদরান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি, যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। শেষ দিকে মোহাম্মদ নবির ৪০ রানের ইনিংস আফগানদের স্কোর ৩২৫-তে নিয়ে যায়, যা পরবর্তীতে জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

ইংল্যান্ডের হয়ে জো রুট ১২০ রানের চমৎকার ইনিংস খেললেও, তার বিদায়ের পর রানের গতি কমে যায়। আফগান বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ দিকে পথ হারায় ইংল্যান্ড। ম্যাচের নায়ক ওমরজাই একাই ৫ উইকেট নিয়ে ইংলিশদের হারিয়ে দেন।

এই জয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচটিই তাদের জন্য ফাইনালের টিকিট পাওয়ার সমান। স্মিথদের হারাতে পারলেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখবে আফগানিস্তান।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৫১৫ বার পড়া হয়েছে

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমির স্বপ্ন জিইয়ে রাখলো আফগানিস্তান

আপডেট সময় ১১:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের দারুণ পারফরম্যান্সে ৮ রানে হার মানতে বাধ্য হলো ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে শ্বাসরুদ্ধকর উত্তেজনা থাকলেও আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত বোলিংয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল আফগানিস্তান।

ইংল্যান্ডের সামনে ছিল ৩২৬ রানের চ্যালেঞ্জ। জো রুটের সেঞ্চুরি ও জেমি ওভারটনের লড়াইয়ে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। শেষ ২৬ বলে প্রয়োজন ছিল মাত্র ৩৯ রান। তবে ওমরজাইয়ের স্পেল যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। প্রথম চার বলে মাত্র চার রান দেন তিনি। পঞ্চম বলে আদিল রশিদের উইকেট তুলে নিতেই কার্যত ম্যাচ শেষ হয়ে যায় ইংল্যান্ডের জন্য। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৩১৭ রানেই থামে ইংল্যান্ড, আর আফগানিস্তান পায় ইতিহাসগড়া এক বিজয়।

এর আগে আফগানিস্তানের ইনিংসের নায়ক ছিলেন ইব্রাহিম জাদরান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি, যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। শেষ দিকে মোহাম্মদ নবির ৪০ রানের ইনিংস আফগানদের স্কোর ৩২৫-তে নিয়ে যায়, যা পরবর্তীতে জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

ইংল্যান্ডের হয়ে জো রুট ১২০ রানের চমৎকার ইনিংস খেললেও, তার বিদায়ের পর রানের গতি কমে যায়। আফগান বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ দিকে পথ হারায় ইংল্যান্ড। ম্যাচের নায়ক ওমরজাই একাই ৫ উইকেট নিয়ে ইংলিশদের হারিয়ে দেন।

এই জয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচটিই তাদের জন্য ফাইনালের টিকিট পাওয়ার সমান। স্মিথদের হারাতে পারলেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখবে আফগানিস্তান।