ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সমাধান না হলে ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে অবস্থান নেন তারা। এতে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। পরে রাত সাড়ে ১১টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্রসংগঠনে তাদের উপেক্ষা করা হয়েছে। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটি ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে অন্তত আট শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে শিক্ষার্থীরা বাংলামোটরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ৮টায় শাহবাগে সংবাদ সম্মেলনে তারা ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটিকে অযোগ্য ঘোষণা করে পুনর্গঠনের দাবি জানান। পাশাপাশি, বৃহস্পতিবার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়। দাবি মানা না হলে ২৮ ফেব্রুয়ারি ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাঈম আবেদিন জানান, আন্দোলনের সমাধান নিয়ে বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে, যা রাত ৩টার মধ্যে শেষ হতে পারে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, মধুর ক্যান্টিনের হামলাকারীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে তদন্ত কমিটি গঠন করে দোষীদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আতিক শাহরিয়া জানান, ঢাবির সিন্ডিকেট মেইনটেইন করে যে অগণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি ঘোষণা করা হয়েছে, তা প্রত্যাখ্যান করা হচ্ছে। দ্রুত আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সমাধান না হলে ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

আপডেট সময় ১০:৩০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে অবস্থান নেন তারা। এতে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। পরে রাত সাড়ে ১১টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্রসংগঠনে তাদের উপেক্ষা করা হয়েছে। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটি ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে অন্তত আট শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে শিক্ষার্থীরা বাংলামোটরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ৮টায় শাহবাগে সংবাদ সম্মেলনে তারা ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটিকে অযোগ্য ঘোষণা করে পুনর্গঠনের দাবি জানান। পাশাপাশি, বৃহস্পতিবার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়। দাবি মানা না হলে ২৮ ফেব্রুয়ারি ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাঈম আবেদিন জানান, আন্দোলনের সমাধান নিয়ে বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে, যা রাত ৩টার মধ্যে শেষ হতে পারে।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, মধুর ক্যান্টিনের হামলাকারীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে তদন্ত কমিটি গঠন করে দোষীদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আতিক শাহরিয়া জানান, ঢাবির সিন্ডিকেট মেইনটেইন করে যে অগণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি ঘোষণা করা হয়েছে, তা প্রত্যাখ্যান করা হচ্ছে। দ্রুত আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।