ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্যিক

নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি নয়: ইউক্রেন

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজসম্পদ বিষয়ক চুক্তি স্বাক্ষরে রাজি নয় ইউক্রেন। দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল সাফ জানিয়ে দিয়েছেন, “প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা ইউক্রেন সরকার কেউই দেশের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চুক্তিটি বিবেচনা করবে না, স্বাক্ষর তো দূরের কথা।”

ইউক্রেনীয় টেলিভিশনের সঙ্গে আলাপকালে শ্যামিহাল জানান, খনিজ চুক্তির প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি “বিনিয়োগ তহবিল” গঠন করা হবে, যা সমান শর্তে পরিচালনা করবে কিয়েভ ও ওয়াশিংটন। টানা দুই সপ্তাহ আলোচনার পর খনিজ চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত হলেও নিরাপত্তা ইস্যুতে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

এদিকে, খনিজ চুক্তি নিয়ে আলোচনা চলার মাঝেই পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা হয়েছে। কোস্তিয়ান্তিনিভকা শহরে রাশিয়ান বাহিনীর আক্রমণে অন্তত পাঁচজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির প্রধান ভাদিম ফিলাশকিন।

টেলিগ্রামে দেয়া বিবৃতিতে তিনি জানান, রাশিয়া তিনটি গাইডেড এরিয়াল বোমা নিক্ষেপ করেছে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, “কোস্তিয়ান্তিনিভকায় রাশিয়ার হামলা বাড়ছে। শহরে থাকা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।” ফিলাশকিন ধ্বংসপ্রাপ্ত ভবন ও বিশাল গর্তের ছবি শেয়ার করে হামলার ভয়াবহতা তুলে ধরেন।

বিশ্লেষকদের মতে, ইউক্রেনের খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ লাভে যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকলেও দেশটি নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো ঝুঁকি নিতে নারাজ। অন্যদিকে, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন নতুন করে শঙ্কা বাড়াচ্ছে। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাও কিয়েভের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

বাণিজ্যিক

নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি নয়: ইউক্রেন

আপডেট সময় ০৮:৩৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজসম্পদ বিষয়ক চুক্তি স্বাক্ষরে রাজি নয় ইউক্রেন। দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল সাফ জানিয়ে দিয়েছেন, “প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা ইউক্রেন সরকার কেউই দেশের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চুক্তিটি বিবেচনা করবে না, স্বাক্ষর তো দূরের কথা।”

ইউক্রেনীয় টেলিভিশনের সঙ্গে আলাপকালে শ্যামিহাল জানান, খনিজ চুক্তির প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি “বিনিয়োগ তহবিল” গঠন করা হবে, যা সমান শর্তে পরিচালনা করবে কিয়েভ ও ওয়াশিংটন। টানা দুই সপ্তাহ আলোচনার পর খনিজ চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত হলেও নিরাপত্তা ইস্যুতে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

এদিকে, খনিজ চুক্তি নিয়ে আলোচনা চলার মাঝেই পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলা হয়েছে। কোস্তিয়ান্তিনিভকা শহরে রাশিয়ান বাহিনীর আক্রমণে অন্তত পাঁচজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির প্রধান ভাদিম ফিলাশকিন।

টেলিগ্রামে দেয়া বিবৃতিতে তিনি জানান, রাশিয়া তিনটি গাইডেড এরিয়াল বোমা নিক্ষেপ করেছে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, “কোস্তিয়ান্তিনিভকায় রাশিয়ার হামলা বাড়ছে। শহরে থাকা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।” ফিলাশকিন ধ্বংসপ্রাপ্ত ভবন ও বিশাল গর্তের ছবি শেয়ার করে হামলার ভয়াবহতা তুলে ধরেন।

বিশ্লেষকদের মতে, ইউক্রেনের খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ লাভে যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকলেও দেশটি নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো ঝুঁকি নিতে নারাজ। অন্যদিকে, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন নতুন করে শঙ্কা বাড়াচ্ছে। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাও কিয়েভের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”