ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে বাথরুমে ঝর্ণার সাথে ওড়না পেঁচানো গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ সায়মা ও জয় পরিচালিত ফাউন্ডেশনের অনুদান ও আয়কর নথি চেয়ে এনবিআরে চিঠি ইংল্যান্ডের বিমানবন্দরে ছোট বিমান বিধ্বস্ত, ফ্লাইট চলাচল বন্ধ বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ২ জনসহ ৩ নারী নিহত ইতিহাস গড়লো বিটকয়েন, প্রথমবারের মতো মূল্য ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল জগন্নাথ হল ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু যুক্তরাষ্ট্রের গির্জায় গুলিবর্ষণে ২ নারী নিহত, হামলাকারী নিহত পুলিশের গুলিতে দাপুটে জয়ে বিধ্বস্ত লঙ্কানরা, সিরিজে সমতা আনলো বাংলাদেশ

মুজিবনগর সীমান্তে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠালো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 50

ছবি সংগৃহীত

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত রাতের অন্ধকারে ১৫ জন বাংলাদেশীসহ এক রোহিঙ্গাকে পুশব্যাক করেছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএসএফের হাতে আটক ১৫ জনের মধ্যে ১ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন স্থানে পৌঁছান এবং সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের পুলিশ কর্তৃক আটক হন। পরে, মুর্শিদাবাদের বহরমপুর কারাগারে কয়েকদিন জেল খাটার পর গত মঙ্গলবার রাতে বিএসএফ তাদেরকে কাঁটাতার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন পাবনা জেলার চাটমোহর থানার শিবাস হালদার, তার ছেলে হরিদাস হালদার, চাঁপাইনবাবগঞ্জ জেলার সিরাজুল ইসলাম, আক্কাস আলী, রাজশাহী জেলার শাহিন আলী এবং পিরোজপুর জেলার আজিল সিপাইসহ আরও কয়েকজন। এর মধ্যে রয়েছে মায়ানমারের রোহিঙ্গা নাগরিক রিয়াজ, যিনি উখিয়ার ১৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, রাতের অন্ধকারে বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় এবং তারা পরে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের আশপাশে অবস্থান করেন। সকালে, তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান।

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে, যদিও ভারত-বাংলাদেশ সীমান্তে এ ধরনের পুশব্যাক নতুন কিছু নয়।

 

নিউজটি শেয়ার করুন

মুজিবনগর সীমান্তে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠালো বিএসএফ

আপডেট সময় ০৭:২৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত রাতের অন্ধকারে ১৫ জন বাংলাদেশীসহ এক রোহিঙ্গাকে পুশব্যাক করেছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএসএফের হাতে আটক ১৫ জনের মধ্যে ১ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন স্থানে পৌঁছান এবং সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের পুলিশ কর্তৃক আটক হন। পরে, মুর্শিদাবাদের বহরমপুর কারাগারে কয়েকদিন জেল খাটার পর গত মঙ্গলবার রাতে বিএসএফ তাদেরকে কাঁটাতার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন পাবনা জেলার চাটমোহর থানার শিবাস হালদার, তার ছেলে হরিদাস হালদার, চাঁপাইনবাবগঞ্জ জেলার সিরাজুল ইসলাম, আক্কাস আলী, রাজশাহী জেলার শাহিন আলী এবং পিরোজপুর জেলার আজিল সিপাইসহ আরও কয়েকজন। এর মধ্যে রয়েছে মায়ানমারের রোহিঙ্গা নাগরিক রিয়াজ, যিনি উখিয়ার ১৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, রাতের অন্ধকারে বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় এবং তারা পরে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের আশপাশে অবস্থান করেন। সকালে, তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান।

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে, যদিও ভারত-বাংলাদেশ সীমান্তে এ ধরনের পুশব্যাক নতুন কিছু নয়।