জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ঢাকা সফর আগামী ১৩ মার্চ

- আপডেট সময় ১১:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 78
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ চার দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত তার বাংলাদেশ সফর চূড়ান্ত করেছে। এই সফর বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকা নিয়ে তিনি আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এ সফরে আসছেন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘ মহাসচিবের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট নিরসনে নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে আশা করা হচ্ছে।
ঢাকায় অবস্থানকালে গুতেরেস বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কিছু অঞ্চল ঘুরে দেখার সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘ মহাসচিবের এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই ঢাকায় কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশ তার উন্নয়ন অর্জন ও মানবিক সংকট মোকাবিলার অভিজ্ঞতা বিশ্বদরবারে আরও সুসংহতভাবে উপস্থাপন করতে পারবে এই সফরের মাধ্যমে।