রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ইউক্রেন যুদ্ধ নিয়ে ম্যাক্রোঁ-ট্রাম্প বৈঠক: তীব্র মতপার্থক্য দুই নেতার

- আপডেট সময় ১১:৫৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 45
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক বৈঠকে ইউক্রেন যুদ্ধের বন্ধন নিয়ে আলোচনা হয়েছে। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতার মধ্যে দৃশ্যমান বন্ধুত্ব থাকলেও ইউক্রেন ইস্যুতে গভীর মতপার্থক্য লক্ষ্য করা গেছে।
বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ জানান, তিনি ট্রাম্পের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত নন। বিশেষ করে, শান্তি প্রক্রিয়া নিয়ে তাঁর বক্তব্য ছিল স্পষ্ট। তিনি বলেন, “এই শান্তির মানে কখনোই ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়, এবং কোন গ্যারান্টি ছাড়া যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।” ম্যাক্রোঁ আরও উল্লেখ করেন, “প্রেসিডেন্ট পুতিন শান্তির নিয়ম লঙ্ঘন করেছেন” এবং যেকোনো শান্তি চুক্তি করার পূর্বে “নিরাপত্তার নিশ্চয়তা” থাকা অপরিহার্য।
ট্রাম্প তার পক্ষ থেকে দ্রুত যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়ে বলেন, তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে ইচ্ছুক। চুক্তির পর পুতিনের সঙ্গে দেখা করতে তিনি মস্কোও যেতে প্রস্তুত। তবে, ম্যাক্রোঁ আরও সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের কথা বলেন। তার মতে, প্রথমে যুদ্ধবিরতি হওয়া উচিত, তারপর শান্তি চুক্তির আলোচনা শুরু হতে পারে, যাতে নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকে।
অন্যদিকে, শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের বিষয়ে দুই নেতা একমত হন। ট্রাম্প বলেন, পুতিন শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবেন, এবং এই উদ্যোগের প্রতি তার কোনো আপত্তি নেই।
এই বৈঠকটি ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তির আলোচনায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, যা ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পথ সুগম করতে পারে।