জাতীয়
চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, প্রশাসনে ফের বড় রদবদল
পুলিশ প্রশাসনে ফের বড় রদবদল। এবার চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া এবং এনডিসি ও আমেনা বেগম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরকালীন সকল সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
সাম্প্রতিক সময়ে প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় এটি আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর আগে বিতর্কিত শেষ তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা তিন সচিবসহ ২২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসনে নানান আলোচনা চলছে। কেউ বলছেন, এটি সরকারের নিয়মিত শুদ্ধি অভিযান, আবার কেউ মনে করছেন, প্রশাসনের গতিশীলতা বাড়াতে নতুন নেতৃত্বকে সুযোগ করে দিতেই এই পরিবর্তন।
বিশেষজ্ঞদের মতে, পুলিশের শীর্ষ পদে এ ধরনের রদবদল আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দৃষ্টিভঙ্গি ও উন্নত ব্যবস্থাপনার সুযোগ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, তাদের স্থলে আসা নতুন কর্মকর্তারা কতটা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।
সরকারি প্রশাসনে পরিবর্তনের এই ধারা কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি শুধুই সময়ের প্রয়োজনে নেওয়া সিদ্ধান্ত—তা নিয়ে কৌতূহলী দেশবাসী।