ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পেন্টাগনে ৫,৪০০ কর্মী ছাঁটাই, নতুন নিয়োগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশ গঠনে সবার ঐক্য দরকার: মির্জা ফখরুল ট্রাম্পের নতুন পরিকল্পনা: অবৈধ অভিবাসীদের সামরিক ঘাঁটিতে আটকের উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি: স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে কমলগঞ্জে হলুদ ফুলকপির চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি, চাষিরা উপভোগ করছেন লাভের সাফল্য নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন: বিজিবির দাবি, সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসা হোক স্পেসএক্স উৎক্ষেপণ করল ২৩টি স্টারলিংক স্যাটেলাইট, দ্রুত ইন্টারনেটের নতুন দিগন্ত রমজান মাসে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিকতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি: জ্বালানি উপদেষ্টা বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ: স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, স্থানীয়দের হাতে আটক যুবক

একুশে পদক

একুশে পদক ২০২৫: ১৮ গুণীজন ও এক দলকে সম্মাননা দিলেন প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

জাতির কৃতী সন্তানদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৮ বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে একুশে পদক প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ আয়োজনে তিনি এই পদক তুলে দেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠান। এরপর একে একে পদকপ্রাপ্তদের হাতে সম্মানসূচক একুশে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এবারের পদকপ্রাপ্তরা শিল্প-সংস্কৃতি, ভাষা ও সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, সমাজসেবা, চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭৬ সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়।

এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে গবেষক ও সমাজসেবক সবাই এই স্বীকৃতিকে দেশের জন্য গৌরবের বলে উল্লেখ করেছেন।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “একুশে পদক শুধু একটি সম্মাননা নয়, এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। যাঁরা দেশের জন্য নিরলস কাজ করে চলেছেন, তাঁদের এ স্বীকৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

এদিন পদকপ্রাপ্তরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মান তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তারা ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
৫০২ বার পড়া হয়েছে

একুশে পদক

একুশে পদক ২০২৫: ১৮ গুণীজন ও এক দলকে সম্মাননা দিলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৮:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

জাতির কৃতী সন্তানদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৮ বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে একুশে পদক প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ আয়োজনে তিনি এই পদক তুলে দেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠান। এরপর একে একে পদকপ্রাপ্তদের হাতে সম্মানসূচক একুশে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এবারের পদকপ্রাপ্তরা শিল্প-সংস্কৃতি, ভাষা ও সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, সমাজসেবা, চিকিৎসা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭৬ সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পুরস্কার প্রবর্তন করা হয়। প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়।

এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে গবেষক ও সমাজসেবক সবাই এই স্বীকৃতিকে দেশের জন্য গৌরবের বলে উল্লেখ করেছেন।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, “একুশে পদক শুধু একটি সম্মাননা নয়, এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। যাঁরা দেশের জন্য নিরলস কাজ করে চলেছেন, তাঁদের এ স্বীকৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

এদিন পদকপ্রাপ্তরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মান তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তারা ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।