ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার মেসির বিবর্ণ দিনে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ে থামল ইন্টার মায়ামি পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ মানতে প্রস্তুত ইরান, শর্ত শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫২ হাজার ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি

শীতের মধ্যে ইউক্রেনে তাপবিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা: প্রায় ৪৬ হাজার মানুষ বিদ্যুৎহীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 44

ছবি সংগৃহীত

 

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের মিকোলাইভ শহরের একটি তাপবিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়ে গেছে। এর ফলে শীতের মধ্যে ওই এলাকার প্রায় ৪৬ হাজার বাসিন্দাকে বিদ্যুৎহীন অবস্থায় রাত কাটাতে হয়েছে, যা তাদের ঘরবাড়ি গরম করার ক্ষেত্রে মারাত্মক সংকট সৃষ্টি করেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তার টেলিগ্রাম পোষ্টে উল্লেখ করেছেন, “এটি একদম ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে শূন্যের নিচে তাপমাত্রার মধ্যে মানুষকে বিপর্যস্ত করা যায়।” তার মতে, রাশিয়া এই হামলার মাধ্যমে মানবিক বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্য নিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই হামলার প্রভাব চরম তীব্র, যা শহরের এক লাখ মানুষকে শীতের মধ্যে বিপর্যস্ত করে তুলেছে।” তিনি আরো বলেন, মিকোলাইভ শহরটি সাধারণ নগরী, যেখানে কোনো সামরিক অবকাঠামো নেই। এই হামলার সঙ্গে সম্মুখ যুদ্ধে কোনো সম্পর্ক নেই।

রাশিয়া একদিনে ১৪৩টি ড্রোন নিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালায়, যার মধ্যে ৯৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের বাহিনী। তবে, ৪৬টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন।

এদিকে, জার্মানির মিউনিখে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য সহায়তা কামনা করেছেন। তিনি বলেন, “রাশিয়া ইউক্রেনে তার সর্বাত্মক যুদ্ধ শুরুর তৃতীয় বর্ষপূর্তির কাছাকাছি পৌঁছেছে, আর ইউক্রেনের ২০ শতাংশ এলাকা এখন রাশিয়ার দখলে।”

 

নিউজটি শেয়ার করুন

শীতের মধ্যে ইউক্রেনে তাপবিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা: প্রায় ৪৬ হাজার মানুষ বিদ্যুৎহীন

আপডেট সময় ০১:২০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

 

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের মিকোলাইভ শহরের একটি তাপবিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়ে গেছে। এর ফলে শীতের মধ্যে ওই এলাকার প্রায় ৪৬ হাজার বাসিন্দাকে বিদ্যুৎহীন অবস্থায় রাত কাটাতে হয়েছে, যা তাদের ঘরবাড়ি গরম করার ক্ষেত্রে মারাত্মক সংকট সৃষ্টি করেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তার টেলিগ্রাম পোষ্টে উল্লেখ করেছেন, “এটি একদম ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যাতে শূন্যের নিচে তাপমাত্রার মধ্যে মানুষকে বিপর্যস্ত করা যায়।” তার মতে, রাশিয়া এই হামলার মাধ্যমে মানবিক বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্য নিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই হামলার প্রভাব চরম তীব্র, যা শহরের এক লাখ মানুষকে শীতের মধ্যে বিপর্যস্ত করে তুলেছে।” তিনি আরো বলেন, মিকোলাইভ শহরটি সাধারণ নগরী, যেখানে কোনো সামরিক অবকাঠামো নেই। এই হামলার সঙ্গে সম্মুখ যুদ্ধে কোনো সম্পর্ক নেই।

রাশিয়া একদিনে ১৪৩টি ড্রোন নিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালায়, যার মধ্যে ৯৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের বাহিনী। তবে, ৪৬টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি। ইউক্রেনের কিয়েভ অঞ্চলে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন।

এদিকে, জার্মানির মিউনিখে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য সহায়তা কামনা করেছেন। তিনি বলেন, “রাশিয়া ইউক্রেনে তার সর্বাত্মক যুদ্ধ শুরুর তৃতীয় বর্ষপূর্তির কাছাকাছি পৌঁছেছে, আর ইউক্রেনের ২০ শতাংশ এলাকা এখন রাশিয়ার দখলে।”