ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”
মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া বিকল্প নেই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 55

ছবি সংগৃহীত

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচন একমাত্র উপায়। তিনি এ মন্তব্য করেছেন ১৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘‘দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষায় গণতন্ত্রের বিকল্প নেই। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সুষ্ঠু ও মুক্ত নির্বাচন আয়োজন করতে হবে।’’ তিনি সরকারের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপের সমালোচনা করে বলেন, ‘‘আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষের ওপর কঠোর দমন-পীড়ন হয়েছে, যেখানে জনগণের মতামত গুরুত্ব পায়নি।’’

এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, ‘‘দেশ দীর্ঘ সময় ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল, যেখানে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পায়নি। তবে ছাত্র-জনতার আন্দোলন নতুন একটি বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি করেছে। এখন সময় এসেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই পরিবর্তনকে সামনে নিয়ে যেতে হবে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘এখন আর দেরি করা যাবে না। সবাইকে সচেতন হতে হবে এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে হবে।’’ তিনি সকলকে আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পথ অবলম্বন করে দেশের উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য।

নিউজটি শেয়ার করুন

মির্জা ফখরুল

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া বিকল্প নেই

আপডেট সময় ০৭:৩৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচন একমাত্র উপায়। তিনি এ মন্তব্য করেছেন ১৬ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘‘দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষায় গণতন্ত্রের বিকল্প নেই। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সুষ্ঠু ও মুক্ত নির্বাচন আয়োজন করতে হবে।’’ তিনি সরকারের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপের সমালোচনা করে বলেন, ‘‘আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষের ওপর কঠোর দমন-পীড়ন হয়েছে, যেখানে জনগণের মতামত গুরুত্ব পায়নি।’’

এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, ‘‘দেশ দীর্ঘ সময় ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল, যেখানে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পায়নি। তবে ছাত্র-জনতার আন্দোলন নতুন একটি বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি করেছে। এখন সময় এসেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই পরিবর্তনকে সামনে নিয়ে যেতে হবে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘এখন আর দেরি করা যাবে না। সবাইকে সচেতন হতে হবে এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে হবে।’’ তিনি সকলকে আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পথ অবলম্বন করে দেশের উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য।