ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ৩০

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

 

ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে রাজবাড়ীগামী এম এম পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলছিল। ভবুকদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। প্রচণ্ড শব্দে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে ফরিদপুর ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, “বরযাত্রীদের নিয়ে বাসটি রাজবাড়ীর বিনতপুরে যাচ্ছিল। তবে দ্রুতগতি বা চালকের অসতর্কতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সবাই চিকিৎসাধীন রয়েছেন এবং পরিস্থিতির ওপর চিকিৎসকরা নজর রাখছেন।

পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং বাসচালকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
৫১৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ৩০

আপডেট সময় ১০:২৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

 

 

ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে রাজবাড়ীগামী এম এম পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলছিল। ভবুকদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। প্রচণ্ড শব্দে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে ফরিদপুর ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, “বরযাত্রীদের নিয়ে বাসটি রাজবাড়ীর বিনতপুরে যাচ্ছিল। তবে দ্রুতগতি বা চালকের অসতর্কতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সবাই চিকিৎসাধীন রয়েছেন এবং পরিস্থিতির ওপর চিকিৎসকরা নজর রাখছেন।

পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং বাসচালকের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।