ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা: গণমাধ্যমের কড়া নজর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 31

ছবি সংগৃহীত

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম ও নিখোঁজ ব্যক্তিদের তদন্ত নিয়ে গঠিত কমিশন গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে আয়নাঘরের প্রসঙ্গ আসে এবং তদন্তের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয়।

আয়নাঘর, যা কখনো ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ নামে পরিচিত ছিল, দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এবং তদন্ত কমিশনের দাবি, এটি অতীতে সন্দেহভাজনদের আটকের গোপন স্থল হিসেবে ব্যবহৃত হতো। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্ত প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে কমিশনের আহ্বানে সেখানে যান প্রধান উপদেষ্টা।

এ সফরকে কেন্দ্র করে গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর কড়া নজর ছিল। অনেকেই মনে করছেন, এ পরিদর্শন তদন্তকে নতুন গতিপথ দিতে পারে। প্রধান উপদেষ্টার এ উদ্যোগ নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর জন্য কতটা আশার বার্তা বয়ে আনবে, তা সময়ই বলে দেবে।

 

নিউজটি শেয়ার করুন

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা: গণমাধ্যমের কড়া নজর

আপডেট সময় ০২:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম ও নিখোঁজ ব্যক্তিদের তদন্ত নিয়ে গঠিত কমিশন গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে আয়নাঘরের প্রসঙ্গ আসে এবং তদন্তের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয়।

আয়নাঘর, যা কখনো ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ নামে পরিচিত ছিল, দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এবং তদন্ত কমিশনের দাবি, এটি অতীতে সন্দেহভাজনদের আটকের গোপন স্থল হিসেবে ব্যবহৃত হতো। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং তদন্ত প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে কমিশনের আহ্বানে সেখানে যান প্রধান উপদেষ্টা।

এ সফরকে কেন্দ্র করে গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর কড়া নজর ছিল। অনেকেই মনে করছেন, এ পরিদর্শন তদন্তকে নতুন গতিপথ দিতে পারে। প্রধান উপদেষ্টার এ উদ্যোগ নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর জন্য কতটা আশার বার্তা বয়ে আনবে, তা সময়ই বলে দেবে।