১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

নেতানিয়াহুর নীতির তীব্র সমালোচনায় বেন-গভির: ‘ইসরাইল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 82

ছবি সংগৃহীত

 

গাজা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, নেতানিয়াহুর সিদ্ধান্ত ইসরাইলকে ‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ বানিয়ে ফেলেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় এক রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে কট্টর ডানপন্থি এই নেতা গাজায় চলমান যুদ্ধে নেতানিয়াহুর অবস্থানকে ‘নিষ্ক্রিয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘আমরা এমন পরিস্থিতিতে আছি, যেখানে শত্রুরা আমাদের নিয়ে উপহাস করছে, অথচ আমাদের সরকার এখনো বিষয়টি বুঝতে পারছে না।’’

বিজ্ঞাপন

বেন-গভির আরও বলেন, ‘‘আমি একমাত্র মন্ত্রী ছিলাম, যিনি গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিরোধিতা করেছিলাম। এই সহায়তা বন্ধ থাকলে গাজার পরিস্থিতি একদম বদলে যেত।’’

মার্কিন চাপের কাছে নতি স্বীকার করার জন্য নেতানিয়াহুকে দায়ী করে তিনি বলেন, ‘‘একটি স্বাধীন রাষ্ট্রকে বাইরের চাপে পরিচালিত হলে চলবে না। গাজায় জ্বালানি ও ত্রাণ পাঠানোর অনুমতি দিয়ে আমরা আসলে হামাসকেই সুবিধা দিচ্ছি।’’

তিনি গাজার ফিলিস্তিনিদের জন্য ‘স্বেচ্ছাসেবী অভিবাসন’ কর্মসূচি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ‘‘আমাদের এখনই এই কর্মসূচি শুরু করতে হবে। ইসরাইলের স্বার্থে সময় নষ্ট করা যাবে না।’’

গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বেন-গভির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না সরকার হামাসকে সম্পূর্ণ নির্মূলের প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ তিনি সরকারে ফিরবেন না।

 

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুর নীতির তীব্র সমালোচনায় বেন-গভির: ‘ইসরাইল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’

আপডেট সময় ১১:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

 

গাজা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, নেতানিয়াহুর সিদ্ধান্ত ইসরাইলকে ‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ বানিয়ে ফেলেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় এক রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে কট্টর ডানপন্থি এই নেতা গাজায় চলমান যুদ্ধে নেতানিয়াহুর অবস্থানকে ‘নিষ্ক্রিয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘আমরা এমন পরিস্থিতিতে আছি, যেখানে শত্রুরা আমাদের নিয়ে উপহাস করছে, অথচ আমাদের সরকার এখনো বিষয়টি বুঝতে পারছে না।’’

বিজ্ঞাপন

বেন-গভির আরও বলেন, ‘‘আমি একমাত্র মন্ত্রী ছিলাম, যিনি গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিরোধিতা করেছিলাম। এই সহায়তা বন্ধ থাকলে গাজার পরিস্থিতি একদম বদলে যেত।’’

মার্কিন চাপের কাছে নতি স্বীকার করার জন্য নেতানিয়াহুকে দায়ী করে তিনি বলেন, ‘‘একটি স্বাধীন রাষ্ট্রকে বাইরের চাপে পরিচালিত হলে চলবে না। গাজায় জ্বালানি ও ত্রাণ পাঠানোর অনুমতি দিয়ে আমরা আসলে হামাসকেই সুবিধা দিচ্ছি।’’

তিনি গাজার ফিলিস্তিনিদের জন্য ‘স্বেচ্ছাসেবী অভিবাসন’ কর্মসূচি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, ‘‘আমাদের এখনই এই কর্মসূচি শুরু করতে হবে। ইসরাইলের স্বার্থে সময় নষ্ট করা যাবে না।’’

গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বেন-গভির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না সরকার হামাসকে সম্পূর্ণ নির্মূলের প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ তিনি সরকারে ফিরবেন না।