মেসি-সুয়ারেজের গোল উৎসবে বড় জয় ইন্টার মায়ামির
- আপডেট সময় ০১:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 109
নভেম্বরে টানা দুই পরাজয়ের পর মাঠে ফিরে প্রীতি ম্যাচে বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির দল অলিম্পিয়াকে ৫-০ গোলে পরাজিত করেছে, যা ছিল তাদের টানা চতুর্থ জয়।
হন্ডুরাসে অনুষ্ঠিত এই ম্যাচে মেসি ও সুয়ারেজের সমন্বয়ে প্রথম গোলটি আসে ২৭ মিনিটে। মেসির মাধ্যমে আসা অ্যাসিস্টে ফেদেরিকো রেদোনদো এবং নোয়াহ অ্যালেনের গোলও হয়ে থাকে প্রথমার্ধে। এরপর দ্বিতীয়ার্ধে সুয়ারেজ ও রায়ান সেইলর আরও দুটি গোল করে বড় ব্যবধান নিশ্চিত করেন।
এই জয় মায়ামির জন্য একটি আত্মবিশ্বাসী সূচনা, যা তাদের কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের আগে আরও শক্তি বাড়িয়ে দিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি অরল্যান্ডো সিটির বিপক্ষে তাদের পরবর্তী প্রীতি ম্যাচ।
মায়ামির পরবর্তী বড় পরীক্ষা হবে ১৯ ফেব্রুয়ারি, যখন তারা স্পোর্টিং কেসির বিপক্ষে কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে খেলবে। এরপর ২৩ ফেব্রুয়ারি, নিউইয়র্ক সিটির বিপক্ষে লিগ শুরু করতে যাচ্ছে মেসি ও তার সতীর্থরা।

























