বিপিএল খেলা
রাজশাহীকে টপকে প্লে-অফ নিশ্চিত করল খুলনা টাইগার্স
বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় মেহেদী হাসান মিরাজের দল।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে ঢাকা ক্যাপিটালস। ওপেনার লিটন দাস মাত্র ১০ রানে বিদায় নিলেও তানজিদ হাসান তামিমের ব্যাটে ভালো কিছুর আশা জাগে। পাওয়ারপ্লেতে ৫৪ রান তুললেও মাঝের ওভারগুলোতে ব্যাটিং ধস নামে। তানজিদ ৩৭ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংস খেললেও অন্যরা তেমন কিছু করতে পারেননি। ফলস্বরূপ, ১২৩ রানে অলআউট হয় ঢাকা। খুলনার হয়ে উইলিয়াম বসিস্তো ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ধাক্কা খায় খুলনা টাইগার্স। আগের ম্যাচে সেঞ্চুরি করা নাঈম শেখ শূন্য রানে মুস্তাফিজের বলে আউট হন। এরপর আফিফও ফিরে যান মাত্র ১৪ রানে। তবে এরপর দলের হাল ধরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও আলেক্স রস। তাদের ৬৮ রানের জুটিতে জয়ের ভিত গড়ে ওঠে।
৮২ রানে রস আউট হলে বাকিটা সহজ করে দেন মিরাজ ও উইলিয়াম বসিস্তো। জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতে বসিস্তো বিদায় নিলেও মোহাম্মদ নেওয়াজ ছক্কা মেরে ম্যাচ শেষ করেন।
অধিনায়ক মিরাজ ৫৫ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে ৩টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এই জয়ের ফলে প্লে-অফ নিশ্চিত করল খুলনা টাইগার্স, আর ঢাকা ক্যাপিটালসের বিপিএল যাত্রা থেমে গেল এখানেই।