ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার
রাশিয়া ইউক্রেন যুদ্ধ

পশ্চিমা সহায়তা বন্ধ হলে দুই মাসেই শেষ ইউক্রেন যুদ্ধ: ভ্লাদিমির পুতিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 41

ছবি সংগৃহীত

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করে, তাহলে দুই মাসের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এদিন ইউক্রেনের সামরিক ঘাঁটি ও বাহিনীর ওপর ব্যাপক হামলা চালায় রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি অংশ দখলে নিয়েছে। অন্যদিকে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অন্তত আড়াইশ’ সেনা হতাহত হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনও।

রুশ প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে বলেন, “রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে রাজি, তবে জেলেনস্কির সঙ্গে নয়। কারণ তিনি অবৈধ শাসক।”

এরই মধ্যে নতুন সংকট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত। সম্প্রতি শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন, যার ফলে আগামী ৯০ দিন বিশ্বের সব দেশে অর্থ সহায়তা স্থগিত থাকবে। এর ফলে ইউক্রেনও অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সহায়তায় পরিচালিত প্রকল্পগুলোর তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে আলোচনায় বসবো।”

বিশ্লেষকদের মতে, পশ্চিমা সহায়তা অব্যাহত থাকলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, আর সহায়তা বন্ধ হলে রাশিয়ার দাবি মতো দ্রুতই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। তবে আন্তর্জাতিক কূটনীতিকরা বলছেন, বাস্তবতা এতটা সরল নয়, এবং যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে বৈশ্বিক ভূরাজনীতির ওপর।

নিউজটি শেয়ার করুন

রাশিয়া ইউক্রেন যুদ্ধ

পশ্চিমা সহায়তা বন্ধ হলে দুই মাসেই শেষ ইউক্রেন যুদ্ধ: ভ্লাদিমির পুতিন

আপডেট সময় ০৭:১৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করে, তাহলে দুই মাসের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এদিন ইউক্রেনের সামরিক ঘাঁটি ও বাহিনীর ওপর ব্যাপক হামলা চালায় রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি অংশ দখলে নিয়েছে। অন্যদিকে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অন্তত আড়াইশ’ সেনা হতাহত হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেনও।

রুশ প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে বলেন, “রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে রাজি, তবে জেলেনস্কির সঙ্গে নয়। কারণ তিনি অবৈধ শাসক।”

এরই মধ্যে নতুন সংকট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত। সম্প্রতি শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন, যার ফলে আগামী ৯০ দিন বিশ্বের সব দেশে অর্থ সহায়তা স্থগিত থাকবে। এর ফলে ইউক্রেনও অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সহায়তায় পরিচালিত প্রকল্পগুলোর তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে আলোচনায় বসবো।”

বিশ্লেষকদের মতে, পশ্চিমা সহায়তা অব্যাহত থাকলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, আর সহায়তা বন্ধ হলে রাশিয়ার দাবি মতো দ্রুতই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। তবে আন্তর্জাতিক কূটনীতিকরা বলছেন, বাস্তবতা এতটা সরল নয়, এবং যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে বৈশ্বিক ভূরাজনীতির ওপর।