ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার মেসির বিবর্ণ দিনে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ে থামল ইন্টার মায়ামি পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ মানতে প্রস্তুত ইরান, শর্ত শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫২ হাজার ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি কাকরাইলে রাতভর অবস্থান, তিন দফা দাবিতে অনড় জবি শিক্ষার্থীরা রাজধানীর কোথায় কোথায় বসছে কোরবানির বিশাল পশুর হাট?

ট্রাম্প প্রশাসনের তহবিল স্থগিতাদেশ সাময়িকভাবে আটকালো আদালত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 37

ছবি: সংগৃহী

 

ওয়াশিংটন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফেডারেল সহায়তা কর্মসূচির তহবিল স্থগিতের পরিকল্পনায় সাময়িক বাঁধা দিলেন দেশটির এক ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত এ পরিকল্পনা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে আদালত এ সিদ্ধান্ত দেন।

ডিস্ট্রিক্ট জজ লরেন আলিখান স্থানীয় সময় আগামী সোমবার বিকেল ৫টা পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর রাখার নির্দেশ দিয়েছেন। ওই দিন এ বিষয়ে আরেক দফা শুনানি হবে।

‘ওপেন অ্যাওয়ার্ডস’ নামের একটি কর্মসূচিতে ফেডারেল সরকারের অনুমোদিত তহবিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে একটি অলাভজনক প্রতিষ্ঠান এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলে আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাময়িকভাবে স্থগিত করেন। বিচারক আলিখান বলেন, “এই আদেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার জন্য দেওয়া হয়েছে, যাতে আদালত পূর্ণাঙ্গ শুনানি করে যথাযথ সিদ্ধান্ত নিতে পারে।”

ট্রাম্প প্রশাসনের এ পরিকল্পনা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। কয়েক লাখ কোটি ডলারের অনুদান ও ঋণ কার্যক্রম স্থগিতের ঘোষণায় দেশজুড়ে উদ্বেগ দেখা দেয়। এর ফলে স্থানীয় সরকার, শিক্ষা খাত ও ক্ষুদ্র ব্যবসাগুলোর তহবিলপ্রাপ্তিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর এ উদ্যোগ নেন। হোয়াইট হাউসের বাজেট দপ্তর (ওএমবি) থেকে দেওয়া আদেশে স্পষ্ট করা হয়নি, কতদিন বা কীভাবে এ তহবিল স্থগিত থাকবে।

এর আগে, দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেছিল। ফেডারেল কর্মসূচির ব্যয় কমানো ও অপ্রয়োজনীয় কর্মসংস্থান পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, যা এ সিদ্ধান্তের সঙ্গে সংগতিপূর্ণ। আইনি চ্যালেঞ্জের মুখে এখন ট্রাম্প প্রশাসনের এ পরিকল্পনা কতদূর এগোয়, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোমবার পরবর্তী শুনানির পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের তহবিল স্থগিতাদেশ সাময়িকভাবে আটকালো আদালত

আপডেট সময় ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

 

ওয়াশিংটন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফেডারেল সহায়তা কর্মসূচির তহবিল স্থগিতের পরিকল্পনায় সাময়িক বাঁধা দিলেন দেশটির এক ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত এ পরিকল্পনা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে আদালত এ সিদ্ধান্ত দেন।

ডিস্ট্রিক্ট জজ লরেন আলিখান স্থানীয় সময় আগামী সোমবার বিকেল ৫টা পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর রাখার নির্দেশ দিয়েছেন। ওই দিন এ বিষয়ে আরেক দফা শুনানি হবে।

‘ওপেন অ্যাওয়ার্ডস’ নামের একটি কর্মসূচিতে ফেডারেল সরকারের অনুমোদিত তহবিল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে একটি অলাভজনক প্রতিষ্ঠান এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলে আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাময়িকভাবে স্থগিত করেন। বিচারক আলিখান বলেন, “এই আদেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার জন্য দেওয়া হয়েছে, যাতে আদালত পূর্ণাঙ্গ শুনানি করে যথাযথ সিদ্ধান্ত নিতে পারে।”

ট্রাম্প প্রশাসনের এ পরিকল্পনা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। কয়েক লাখ কোটি ডলারের অনুদান ও ঋণ কার্যক্রম স্থগিতের ঘোষণায় দেশজুড়ে উদ্বেগ দেখা দেয়। এর ফলে স্থানীয় সরকার, শিক্ষা খাত ও ক্ষুদ্র ব্যবসাগুলোর তহবিলপ্রাপ্তিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর এ উদ্যোগ নেন। হোয়াইট হাউসের বাজেট দপ্তর (ওএমবি) থেকে দেওয়া আদেশে স্পষ্ট করা হয়নি, কতদিন বা কীভাবে এ তহবিল স্থগিত থাকবে।

এর আগে, দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেছিল। ফেডারেল কর্মসূচির ব্যয় কমানো ও অপ্রয়োজনীয় কর্মসংস্থান পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, যা এ সিদ্ধান্তের সঙ্গে সংগতিপূর্ণ। আইনি চ্যালেঞ্জের মুখে এখন ট্রাম্প প্রশাসনের এ পরিকল্পনা কতদূর এগোয়, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোমবার পরবর্তী শুনানির পর বিষয়টি আরও স্পষ্ট হবে।