ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিলিস্তিনিদের পুনর্বাসনে রাজি নয় জর্ডান ও মিশর লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। মুলতানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১ শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি দ্রুত সমাধানের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার গ্রিনল্যান্ড কিনতে মরিয়া, গা*জা খালি করার চেষ্টায় ট্রাম্পের নতুন পরিকল্পনা তালেবান ও যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি কলম্বিয়ায় মার্কিন সামরিক উড়োজাহাজের অবতরণ ব্যাহত, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের হুমকি ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করে গোলবন্যায় বার্সেলোনা চরমোনাই পীরের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত অঙ্গীকার

ডব্লিউটিও ও প্রধান উপদেষ্টার বৈঠক: বাংলাদেশের এলডিসি উত্তরণে সহযোগিতার অঙ্গীকার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে মসৃণ উত্তরণে সহায়তা করবে ডব্লিউটিও। পাশাপাশি, সরবরাহ কাঠামো স্থানান্তরে বৈশ্বিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, “বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া সহজ করতে নীতি কাঠামো তৈরি ও প্রয়োজনীয় সহযোগিতা করবে ডব্লিউটিও।”

ডব্লিউটিও মহাপরিচালক আরও জানান, বিশ্বের শীর্ষ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে তাদের সরবরাহ কাঠামো বাংলাদেশে স্থানান্তরের জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, “আমি তাদের বলেছি, বাংলাদেশে কেন বিনিয়োগ করবেন না? আমরা এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছি।”

অধ্যাপক ইউনূস বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, “লাখ লাখ তরুণ জনগোষ্ঠী ও প্রযুক্তি-সচেতন দক্ষ কর্মীর কারণে বাংলাদেশ সহজেই বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হয়ে উঠতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার করায় বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এখন প্রস্তুত।

ডব্লিউটিওর মহাপরিচালক বলেন, বাংলাদেশে বিনিয়োগে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর প্রচেষ্টা চালানো হবে। বৈঠকে এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

ডব্লিউটিও ও প্রধান উপদেষ্টার বৈঠক: বাংলাদেশের এলডিসি উত্তরণে সহযোগিতার অঙ্গীকার

আপডেট সময় ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

 

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে মসৃণ উত্তরণে সহায়তা করবে ডব্লিউটিও। পাশাপাশি, সরবরাহ কাঠামো স্থানান্তরে বৈশ্বিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, “বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া সহজ করতে নীতি কাঠামো তৈরি ও প্রয়োজনীয় সহযোগিতা করবে ডব্লিউটিও।”

ডব্লিউটিও মহাপরিচালক আরও জানান, বিশ্বের শীর্ষ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে তাদের সরবরাহ কাঠামো বাংলাদেশে স্থানান্তরের জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, “আমি তাদের বলেছি, বাংলাদেশে কেন বিনিয়োগ করবেন না? আমরা এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছি।”

অধ্যাপক ইউনূস বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, “লাখ লাখ তরুণ জনগোষ্ঠী ও প্রযুক্তি-সচেতন দক্ষ কর্মীর কারণে বাংলাদেশ সহজেই বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হয়ে উঠতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার করায় বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এখন প্রস্তুত।

ডব্লিউটিওর মহাপরিচালক বলেন, বাংলাদেশে বিনিয়োগে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর প্রচেষ্টা চালানো হবে। বৈঠকে এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।