শিরোনাম :
অপরাধ ও দুর্নীতি
সই জাল, প্লট বরাদ্দে প্রতারণা: গণপূর্তের কর্মকর্তা তৈয়বুর গ্রেপ্তার
সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে প্লট বরাদ্দে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার সকালে সচিবালয় থেকে দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, তৈয়বুর রহমানের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং কর্মকর্তাদের সই জাল করে অবৈধভাবে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ রয়েছে। কমিশন ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, তিনি দায়িত্বের অপব্যবহার করে একাধিক অনিয়মে জড়িত ছিলেন। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক সূত্র জানিয়েছে।