০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল
আন্তর্জাতিক

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরাতে সক্রিয় ট্রাম্প প্রশাসন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 86

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতসহ বেশ কয়েকটি দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ নথি ছাড়া আমেরিকায় বসবাস করছেন।

‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত ও যুক্তরাষ্ট্র সরকার যৌথভাবে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে। এসব অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে ওয়াশিংটন। নয়া দিল্লিও এ প্রক্রিয়ায় সম্মতি জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চিহ্নিত সংখ্যার বাইরে প্রকৃত অবৈধ অভিবাসীর সংখ্যা আরও বেশি হতে পারে।

বিজ্ঞাপন

‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত ‘পিউ রিসার্চ সেন্টার’-এর তথ্য বলছে, আমেরিকায় অবৈধ অভিবাসনের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। তালিকায় প্রথমে রয়েছে মেক্সিকো এবং দ্বিতীয় স্থানে এল সালভেদর। প্রতিবেদন অনুসারে, বর্তমানে প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় যুক্তরাষ্ট্রে বিনা নথিতে বসবাস করছেন।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন রোধে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্যে অন্যতম হলো আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি। ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আমেরিকার সীমানায় অবৈধ অনুপ্রবেশ রুখতে দৃঢ় প্রতিশ্রুত।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরাতে সক্রিয় ট্রাম্প প্রশাসন

আপডেট সময় ১২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

 

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতসহ বেশ কয়েকটি দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ নথি ছাড়া আমেরিকায় বসবাস করছেন।

‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত ও যুক্তরাষ্ট্র সরকার যৌথভাবে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে। এসব অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে ওয়াশিংটন। নয়া দিল্লিও এ প্রক্রিয়ায় সম্মতি জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চিহ্নিত সংখ্যার বাইরে প্রকৃত অবৈধ অভিবাসীর সংখ্যা আরও বেশি হতে পারে।

বিজ্ঞাপন

‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত ‘পিউ রিসার্চ সেন্টার’-এর তথ্য বলছে, আমেরিকায় অবৈধ অভিবাসনের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয়রা। তালিকায় প্রথমে রয়েছে মেক্সিকো এবং দ্বিতীয় স্থানে এল সালভেদর। প্রতিবেদন অনুসারে, বর্তমানে প্রায় ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয় যুক্তরাষ্ট্রে বিনা নথিতে বসবাস করছেন।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন রোধে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্যে অন্যতম হলো আমেরিকা-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি। ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে আমেরিকার সীমানায় অবৈধ অনুপ্রবেশ রুখতে দৃঢ় প্রতিশ্রুত।