শিরোনাম :
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আফ্রিকান নারী আটক: বিজিবি

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১১:২৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 45
ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর এলাকা থেকে এক সুদানি নারীকে আটক করেছে বিজিবি। সোমবার (২০ জানুয়ারি) সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটক ইলমা (২৬) সুদানের কাটাম বারি কান্টির বাসিন্দা। বিজিবি ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ইলমার কাছ থেকে একটি মোবাইল ফোন, ১০০ মার্কিন ডলার, ভারতীয় রুপি এবং দুটি ব্যাগ জব্দ করা হয়েছে। তাকে পরবর্তীতে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরশুরামের ওই সীমান্ত এলাকায় এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে অনুপ্রবেশের সময় আটক করা হয়েছে।