শিরোনাম :
মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 31
১,১০০ কিলোমিটার পাইপলাইন দিয়ে সাগরের পানি আনা হবে ইসফাহানে।
ওমান সাগর তীরে পানি শোধনাগার বসাও –> সাগরের লবণ পানি রিশোধন করো –> ১১০০ কিমি পাইপলাইন বসাও –> সেই পানি ইস্পাহানে নেও –> বিশুদ্ধ খবার পানি এবং কৃষিতে মিঠা পানি হিসেবে সাপ্লাই দেও!
ইরান ঘোষণা করেছে, তাদের বিশাল পানি সরবরাহ প্রকল্প এখন সম্পূর্ণ প্রস্তুত ও কার্যকর।
এই প্রকল্পের মাধ্যমে ওমান উপসাগর থেকে লবণাক্ত পানি পরিশোধন করে ১,১০০ কিলোমিটার পাইপলাইনে দেশটির কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে পৌঁছানো হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, এটি মধ্যপ্রাচ্যে নির্মিত সবচেয়ে কঠিন ও জটিল পানি অবকাঠামো প্রকল্প, যার লক্ষ্য মরুকরণ অঞ্চলে দীর্ঘমেয়াদি পানির ঘাটতি কমানো এবং শিল্প–কৃষি উৎপাদন স্থিতিশীল রাখা।



















