শিরোনাম :
ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত তাপে গরম হচ্ছে পুরো শহর
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০১:০০:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 51
ফিনল্যান্ডে এখন ডেটা সেন্টারের ‘ওয়েস্ট হিট’ বাতাসে ফেলে না দিয়ে সরাসরি শহরের ডিস্ট্রিক্ট-হিটিং নেটওয়ার্কে যোগ করা হচ্ছে। সার্ভার ঠান্ডা রাখতে যে তাপ তৈরি হয়, সেই তাপ সংগ্রহ করে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে ঘরবাড়ি ও সরকারি ভবনগুলোতে—তাও একেবারে কার্বন-নিউট্রাল উপায়ে।
এর ফলে শীতপ্রধান শহরগুলোতে গরমের জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমছে, নির্গমনও কমছে।
প্রযুক্তিখাতের এই অতিরিক্ত তাপ এখন অপচয় নয়—বরং শহরের জন্য কার্যকর এক নতুন জ্বালানি উৎস।


















