১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 61

ছবি: সংগৃহীত

 

রাজধানীর আগারগাঁওয়ের একটি সরকারি কোয়ার্টারে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পাকা মার্কেট সড়ক–সংলগ্ন কোয়ার্টারটিতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিচয়—শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা আব্দুল জলিল (৫০), তাঁর স্ত্রী আরনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ (১৯) ও সাকিব (১৬), আসিফের স্ত্রী মনিরা (১৭), এবং নাতনি ইভা (৬) ও ইশা (৬)।

বিজ্ঞাপন

দগ্ধদের হাসপাতালে আনার দায়িত্বে থাকা জলিলের জামাই আরফান মিয়া জানান, রাতের শেষ ভাগে বাড়ির টিনশেড অংশে পাশাপাশি কক্ষে ঘুমিয়ে ছিলেন সাতজন। ফজরের আগে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে আরনেজা বেগম দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা সবাই দগ্ধ হন। আরফান ও তাঁর স্ত্রী পাশের ঘরে থাকায় আক্রান্ত হননি।

তিনি আরও জানান, ঘরটিতে দীর্ঘদিন ধরে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বাড়িওয়ালাকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দগ্ধ আসিফও জানান, প্রায় দেড় মাস ধরে লিকেজ সমস্যা চলছিল। বারবার অনুরোধ করেও তা সমাধান করা হয়নি, যার পরিণতিতে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুনুর রশীদ বলেন, আব্দুল জলিলের শরীরের প্রায় ১২ শতাংশ এবং তাঁর স্ত্রী আরনেজার ১০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের হাতে-পায়ে দগ্ধের চিহ্ন রয়েছে। আসিফের স্ত্রী মনিরা আট মাসের অন্তঃসত্ত্বা; তাঁর অবস্থার কারণে প্রাথমিক চিকিৎসার পর তাকে গাইনি বিভাগে স্থানান্তর করা হয়েছে। জলিল ও তাঁর স্ত্রীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন

আপডেট সময় ১২:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

 

রাজধানীর আগারগাঁওয়ের একটি সরকারি কোয়ার্টারে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পাকা মার্কেট সড়ক–সংলগ্ন কোয়ার্টারটিতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিচয়—শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা আব্দুল জলিল (৫০), তাঁর স্ত্রী আরনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ (১৯) ও সাকিব (১৬), আসিফের স্ত্রী মনিরা (১৭), এবং নাতনি ইভা (৬) ও ইশা (৬)।

বিজ্ঞাপন

দগ্ধদের হাসপাতালে আনার দায়িত্বে থাকা জলিলের জামাই আরফান মিয়া জানান, রাতের শেষ ভাগে বাড়ির টিনশেড অংশে পাশাপাশি কক্ষে ঘুমিয়ে ছিলেন সাতজন। ফজরের আগে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে আরনেজা বেগম দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা সবাই দগ্ধ হন। আরফান ও তাঁর স্ত্রী পাশের ঘরে থাকায় আক্রান্ত হননি।

তিনি আরও জানান, ঘরটিতে দীর্ঘদিন ধরে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। বাড়িওয়ালাকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দগ্ধ আসিফও জানান, প্রায় দেড় মাস ধরে লিকেজ সমস্যা চলছিল। বারবার অনুরোধ করেও তা সমাধান করা হয়নি, যার পরিণতিতে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুনুর রশীদ বলেন, আব্দুল জলিলের শরীরের প্রায় ১২ শতাংশ এবং তাঁর স্ত্রী আরনেজার ১০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের হাতে-পায়ে দগ্ধের চিহ্ন রয়েছে। আসিফের স্ত্রী মনিরা আট মাসের অন্তঃসত্ত্বা; তাঁর অবস্থার কারণে প্রাথমিক চিকিৎসার পর তাকে গাইনি বিভাগে স্থানান্তর করা হয়েছে। জলিল ও তাঁর স্ত্রীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে।