শিরোনাম :
মিশরের সাথে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি স্থগিত করল ইসরায়েল
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 50
ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন মিসরের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস রপ্তানি চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এই চুক্তিতে স্বাক্ষরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ইসরাইলের জ্বালানি মন্ত্রী স্বাক্ষর করতে অস্বীকার করল।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট তার নির্ধারিত ইসরায়েল সফর বাতিল করেছে।
চুক্তিটি মূলত ইসরায়েল থেকে মিসরে দীর্ঘমেয়াদি গ্যাস রপ্তানির পরিকল্পনা নিয়ে করা হচ্ছিল। কিন্তু ইসরায়েলি মন্ত্রীর এই সিদ্ধান্তে সেই সম্ভাবনা আপাতত থমকে গেছে।
ইসরায়েলি জ্বালানিমন্ত্রী এলি কোহেনের কার্যালয় জানিয়েছে,
‘ইসরায়েলি স্বার্থ সুরক্ষিত না হওয়া এবং ইসরায়েলি বাজারের জন্য ন্যায্য মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত’ কোনও চুক্তি হবে না।

















