০১:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

আজ শুভ প্রবারণা পূর্ণিমা: তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম উৎসব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 165

ছবি সংগৃহীত

 

আজ সোমবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে সারা দেশের বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ সম্প্রদায় এই পূর্ণিমা উদ্‌যাপন করে থাকেন।

বৌদ্ধদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমার দিনে ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়। এই উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানোর মতো নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।

বিজ্ঞাপন

প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকেই শুরু হয় কঠিন চীবর দান উৎসব, যা এক মাসব্যাপী চলে এবং বৌদ্ধ সমাজের অন্যতম প্রধান দানোৎসব হিসেবে বিবেচিত।

‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধধর্মাবলম্বীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্বের অস্থিতিশীলতা ও সংঘাত দূরীকরণে এবং শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা এখনো প্রাসঙ্গিক ও কার্যকর।”

এদিকে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন আজ রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করছে। সংগঠনের ঘোষিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ১০ মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাশ, সকাল সাড়ে ৯টায় শীল গ্রহণ ও বুদ্ধপূজা, বেলা ১১টায় পিণ্ডদান এবং বিকেল ৪টা ২৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় আলোকসজ্জা ও ফানুস উৎসবের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আজ শুভ প্রবারণা পূর্ণিমা: তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম উৎসব

আপডেট সময় ১২:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

 

আজ সোমবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে সারা দেশের বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ সম্প্রদায় এই পূর্ণিমা উদ্‌যাপন করে থাকেন।

বৌদ্ধদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমার দিনে ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়। এই উপলক্ষে বৌদ্ধবিহারগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানোর মতো নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।

বিজ্ঞাপন

প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকেই শুরু হয় কঠিন চীবর দান উৎসব, যা এক মাসব্যাপী চলে এবং বৌদ্ধ সমাজের অন্যতম প্রধান দানোৎসব হিসেবে বিবেচিত।

‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত শনিবার শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধধর্মাবলম্বীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “বিশ্বের অস্থিতিশীলতা ও সংঘাত দূরীকরণে এবং শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা এখনো প্রাসঙ্গিক ও কার্যকর।”

এদিকে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন আজ রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করছে। সংগঠনের ঘোষিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ১০ মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাশ, সকাল সাড়ে ৯টায় শীল গ্রহণ ও বুদ্ধপূজা, বেলা ১১টায় পিণ্ডদান এবং বিকেল ৪টা ২৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় আলোকসজ্জা ও ফানুস উৎসবের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে।