জাতিসংঘে ড. ইউনূস, বিশ্বনেতাদের সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময়

- আপডেট সময় ১১:৩১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 70
জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের বিরতিতে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি মাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস, চিলির সাবেক প্রেসিডেন্ট, প্যারিসের মেয়র অ্যান হিদালগো এবং উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনের পর ড. ইউনূস অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংক্ষিপ্ত আলাপচারিতায় বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অবদান নিয়ে আলোচনা হয়। এ সময় তিনি আগামী নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতির ওপর গুরুত্ব আরোপ করেন।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী আলবানিজ তার নির্বাচনী এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন। তিনি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিজ্ঞতাও স্মৃতিচারণ করেন।
এরপর প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডসের রানি মাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করেন। রানি মাক্সিমা জাতিসংঘ মহাসচিবের বিশেষ অ্যাডভোকেট হিসেবে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে কাজ করছেন। আলোচনায় স্বাস্থ্যবীমা সম্প্রসারণ, জীবন ও স্বাস্থ্য সুরক্ষা, দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং পেনশন স্কিমসহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়। ড. ইউনূস সামাজিক ব্যবসার মাধ্যমে উৎপাদিত টিকা সাধারণ মানুষের নাগালে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং রানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে নেদারল্যান্ডসের উত্তরাধিকারী রাজকুমারী ক্যাথারিনা-আমালিয়াও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের সঙ্গে বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ ও অভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা।