১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার

জাহিদ হাসান, কুষ্টিয়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 8

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের একটি পুকুর থেকে নিখোঁজের দুই দিন পর মশিউর আলম ওরফে রজু মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রজু মিয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের বাসিন্দা। পরিবার জানায়, গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে সড়কের পাশের ওই পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

 

 

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশের একটি পুকুর থেকে নিখোঁজের দুই দিন পর মশিউর আলম ওরফে রজু মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রজু মিয়া ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১নং ত্রিবেণী ইউনিয়নের বাসিন্দা। পরিবার জানায়, গত দুই দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে সড়কের পাশের ওই পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।