“৯ জনের মায়োর্কাকে উড়িয়ে মৌসুম শুরু বার্সেলোনা”

- আপডেট সময় ০১:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 2
লা লিগার নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের শিষ্যরা দুই লাল কার্ডে বিপর্যস্ত মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে কাতালানদের মৌসুমের প্রথম জয় নিশ্চিত করেছে।
শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বার্সার হয়ে একটি করে গোল করেন রাফিনিয়া, ফেররান তোরেস ও লামিনে ইয়ামাল। পুরো ম্যাচে বল দখলে ৭২ শতাংশ এগিয়ে থেকে বার্সেলোনা ২৪টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, মায়োর্কা মাত্র ৪টি শট নেয়, যার একটিই ছিল অন টার্গেট।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সা। সপ্তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে শক্তিশালী হেডে গোল করেন রাফিনিয়া। ২৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্সিভ ভুল কাজে লাগিয়ে ফেররান তোরেস ঠাণ্ডা মাথায় গোল করেন।
প্রথমার্ধেই বড় ধাক্কা খায় মায়োর্কা। ৩৩ মিনিটে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মনু মরনালেস। ৩৯ মিনিটে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার মুখ বরাবর বিপজ্জনক ট্যাকল করায় সরাসরি লাল কার্ড পান ভেদাত মিউরিকি। ভিএআরের সিদ্ধান্তে হলুদ কার্ডটি লালে রূপান্তরিত হয়।
দুই খেলোয়াড় কম নিয়ে দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বার্সার আক্রমণ সামলানো কঠিন হয়ে পড়ে। ইয়ামাল, রাফিনিয়া ও দানি ওলমো একাধিক সুযোগ নষ্ট করেন, তবে গোলরক্ষকের দক্ষতায় মায়োর্কা রক্ষা পায়। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডও প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাঁ পায়ের দারুণ শটে স্কোরলাইন ৩-০ করেন ইয়ামাল, নিশ্চিত করেন বার্সার বড় জয়।