জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর

- আপডেট সময় ১১:২৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / 6
দখলদার ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ দীর্ঘদিন স্থগিত থাকা ই–ওয়ান বসতি পরিকল্পনা পুনরুজ্জীবনের অনুমোদন দিয়েছে। এ প্রকল্পে জেরুজালেমের সঙ্গে মা’আলে আদুমিমকে যুক্ত করা হবে, যা পূর্ব জেরুজালেমকে কার্যত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করবে। রয়টার্স জানিয়েছে, ২০১২ সাল থেকে মার্কিন ও আন্তর্জাতিক চাপের কারণে আটকে থাকা এ পরিকল্পনায় ৩,৪০১টি অবৈধ বসতি বাড়ি নির্মাণের প্রস্তাব রয়েছে। এখনো চূড়ান্ত অনুমোদন বাকি।
বিশ্লেষকরা বলছেন, এটি কার্যত ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে শেষ করে দেবে।
স্মোত্রিচ বলেছে, “তারা ফিলিস্তিনি স্বপ্নের কথা বলতে থাক—আর আমরা গড়ে তুলব ইহুদি বাস্তবতা। এই বাস্তবতা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে চিরতরে কবর দেবে।” সে আরও জানিয়েছে, হাজার হাজার একর জমি দখল করে এক মিলিয়ন বসতি স্থাপনকারীর জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে।
তার দাবি, পশ্চিম তীর ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ এবং “ঐশ্বরিক প্রতিশ্রুতি” দ্বারা প্রদত্ত। স্মোত্রিচ বলেছে, এখন সময় এসেছে পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এবং “ইসরাইলকে বিভক্ত করার ধারণা” শেষ করার।
সে উল্লেখ করেছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার পাশে আছে।