ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: তারেক রহমানের আশাবাদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি ও ধানের শীষ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষ এখন বিশ্বাস করে যে ধীরে ধীরে এই দেশকে গড়ার কাজ একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। আজ দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, কিন্তু চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আমাদের প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে, আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব না। জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের।

গতকাল রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন বিএনপি ও ধানের শীষ পাবে। তবে দেশের উন্নয়নে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। স্বৈরাচার সরকার তাদের স্বার্থে শিক্ষা, বিচার, আইনশৃঙ্খলা, অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে।

তিনি উল্লেখ করেন যে, দেশ গড়ার জন্য বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব তুলে ধরেছে। আড়াই বছর আগে ৩১ দফা প্রস্তাব দেওয়া হয়েছিল। বিভিন্ন সংস্কার কর্মসূচির জন্য অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করেছে, কিন্তু বিএনপি আগেই এসব প্রস্তাব জনগণের সামনে রেখেছিল।

পদ্মা নদীর পানির সংকটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এবং ফারাক্কার কারণে পদ্মা শুকিয়ে যাচ্ছে। পানির ন্যায্য হিস্যা পেতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি।
স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, বিগত সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে, এবং জনগণকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য করেছে। এখন দেশের চিকিৎসক ও নার্স গড়ে তুলতে হবে যাতে জনগণ দেশে উন্নত চিকিৎসাসেবা পায়।

তিনি আরও বলেন, আগামী রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু ভোট হলেই হবে না, জনগণ জানতে চায় বিএনপি কি করতে যাচ্ছে।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার শপথ করিয়ে তারেক রহমান বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে ৩১ দফা বাস্তবায়ন করা। সম্মেলনের উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং অন্যান্য নেতারা। সম্মেলন পরিচালনা করেন সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

নিউজটি শেয়ার করুন

দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: তারেক রহমানের আশাবাদ

আপডেট সময় ১১:২৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

 

আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি ও ধানের শীষ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষ এখন বিশ্বাস করে যে ধীরে ধীরে এই দেশকে গড়ার কাজ একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। আজ দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, কিন্তু চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আমাদের প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে, আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব না। জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের।

গতকাল রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল তুঙ্গে।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আগামী নির্বাচনে দেশের অধিকাংশ জনগণের সমর্থন বিএনপি ও ধানের শীষ পাবে। তবে দেশের উন্নয়নে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। স্বৈরাচার সরকার তাদের স্বার্থে শিক্ষা, বিচার, আইনশৃঙ্খলা, অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে।

তিনি উল্লেখ করেন যে, দেশ গড়ার জন্য বিএনপি প্রথম সংস্কার প্রস্তাব তুলে ধরেছে। আড়াই বছর আগে ৩১ দফা প্রস্তাব দেওয়া হয়েছিল। বিভিন্ন সংস্কার কর্মসূচির জন্য অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করেছে, কিন্তু বিএনপি আগেই এসব প্রস্তাব জনগণের সামনে রেখেছিল।

পদ্মা নদীর পানির সংকটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এবং ফারাক্কার কারণে পদ্মা শুকিয়ে যাচ্ছে। পানির ন্যায্য হিস্যা পেতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি।
স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, বিগত সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে, এবং জনগণকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য করেছে। এখন দেশের চিকিৎসক ও নার্স গড়ে তুলতে হবে যাতে জনগণ দেশে উন্নত চিকিৎসাসেবা পায়।

তিনি আরও বলেন, আগামী রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু ভোট হলেই হবে না, জনগণ জানতে চায় বিএনপি কি করতে যাচ্ছে।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার শপথ করিয়ে তারেক রহমান বলেন, আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে ৩১ দফা বাস্তবায়ন করা। সম্মেলনের উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং অন্যান্য নেতারা। সম্মেলন পরিচালনা করেন সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।