শিরোনাম :
গাজা যুদ্ধবিরতি: নেতানিয়াহু জোট সরকারের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে। আগামীকাল রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
আজ শনিবার ভোররাতে দীর্ঘ ছয় ঘণ্টার মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তি অনুমোদিত হয়। বৈঠকের পর নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে জিম্মিদের ফিরিয়ে আনার একটি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে চলমান সংঘাত নিরসনের প্রচেষ্টা চালানো হবে। তবে চুক্তির বিস্তারিত শর্ত ও কার্যক্রম সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।