ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলের হামলা ও অবরোধে গাজায় একদিনেই ৭১ জনের প্রাণহানি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের বৈঠক: নীতিগত আলোচনা আবহাওয়ার সতর্কতা: ৬০ কিমি বেগে ঝড়ের আভাস আওয়ামী লীগের আমলে ব্যাংকের ৮০ শতাংশ অর্থ পাচার হয়ে গেছে অর্থ উপদেষ্টা রেলপথ গুলোকে নতুন করে ঢেলে সাজাতে চায় সরকার আরো ১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা, এসআই গুরুতর আহত নোয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় নিশ্চিত করতেই চার্জশীট দিতে দেরী হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত নদীর পাড়ে,জঙ্গলে মানুষ ফেলে যাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইরানে সুন্নি হামলায় নিহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 10

ছবি: সংগৃহীত

 

ইরানে সুন্নি চরমপন্থি জঙ্গিগোষ্ঠী জায়েশ আল-আদলের সশস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছে বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

সন্ত্রাসীরা সিস্তান-বালুচিস্তানের রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছোড়ে; তাদের হামলায় নিহতদের মধ্যে এক মা ও তার সন্তানও আছে, জানিয়েছেন ওই কর্মকর্তা।

পরে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জায়েশ আল-আদল হামলার দায় স্বীকার করে যেখানে সংঘর্ষ হচ্ছে, নিরাপত্তা স্বার্থে সেই এলাকাটি ছেড়ে যেতে সব বেসামরিক নাগরিকদের তাগাদা দিয়েছে।

বালুচ মানবাধিকার গোষ্ঠী হালভস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হামলাকারীরা আচমকা বিচারকদের চেম্বারে ঢুকে পড়ে বিচার বিভাগের একাধিক কর্মী ও নিরাপত্তারক্ষীকে হতাহত করেছে।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বাস। এ জনগোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে উপেক্ষিত এবং অর্থনৈতিকভাবে বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ জানিয়ে আসছে।

প্রদেশটিতে নিয়মিতই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সুন্নি জঙ্গিগোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ দেখা যায়। এ গোষ্ঠীগুলোর অনেকের সঙ্গে বিদেশি শক্তিগুলোর যোগসাজশ আছে এবং এরা সীমান্তে চোরাচালান ও দেশবিরোধী চক্রান্তে জড়িত বলে অভিযোগ ইরান সরকারের।

নিউজটি শেয়ার করুন

ইরানে সুন্নি হামলায় নিহত ৫

আপডেট সময় ০৪:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

 

ইরানে সুন্নি চরমপন্থি জঙ্গিগোষ্ঠী জায়েশ আল-আদলের সশস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারীও নিহত হয়েছে বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

সন্ত্রাসীরা সিস্তান-বালুচিস্তানের রাজধানী জাহেদানের ওই আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছোড়ে; তাদের হামলায় নিহতদের মধ্যে এক মা ও তার সন্তানও আছে, জানিয়েছেন ওই কর্মকর্তা।

পরে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জায়েশ আল-আদল হামলার দায় স্বীকার করে যেখানে সংঘর্ষ হচ্ছে, নিরাপত্তা স্বার্থে সেই এলাকাটি ছেড়ে যেতে সব বেসামরিক নাগরিকদের তাগাদা দিয়েছে।

বালুচ মানবাধিকার গোষ্ঠী হালভস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হামলাকারীরা আচমকা বিচারকদের চেম্বারে ঢুকে পড়ে বিচার বিভাগের একাধিক কর্মী ও নিরাপত্তারক্ষীকে হতাহত করেছে।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইরানের সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বাস। এ জনগোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে উপেক্ষিত এবং অর্থনৈতিকভাবে বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ জানিয়ে আসছে।

প্রদেশটিতে নিয়মিতই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সুন্নি জঙ্গিগোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ দেখা যায়। এ গোষ্ঠীগুলোর অনেকের সঙ্গে বিদেশি শক্তিগুলোর যোগসাজশ আছে এবং এরা সীমান্তে চোরাচালান ও দেশবিরোধী চক্রান্তে জড়িত বলে অভিযোগ ইরান সরকারের।