ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ জন নিহত, আহত অন্তত ২৯

- আপডেট সময় ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / 2
ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। শনিবার কাভার শহরের কাছে একটি দূরপাল্লার বাস উল্টে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের কাভার শহরের নিকটবর্তী একটি পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। তবে কীভাবে বাসটি উল্টে যায়, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কাভার শহরের হাসপাতাল পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা ২১ জনের মৃত্যু নিশ্চিত করেছি। আহত হয়েছেন ২৯ জন, যাদের অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন।”
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি একটি পাহাড়ি রাস্তার পাশে উল্টে পড়ে আছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন।
সড়ক নিরাপত্তার দিক থেকে ইরানে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বিভিন্ন দুর্ঘটনার জন্য দায়ী করা হয় অতিরিক্ত গতি, গাড়ির দুর্বল রক্ষণাবেক্ষণ এবং অনিরাপদ সড়ক অবকাঠামোকে।
সরকারি সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের মার্চ পর্যন্ত এক বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। এসব পরিসংখ্যান ইঙ্গিত দেয়, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
এদিকে, বাস দুর্ঘটনার ঘটনায় ইরানের পরিবহন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন পৃথকভাবে তদন্ত শুরু করেছে। নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা ইরানের সড়ক নিরাপত্তা ব্যবস্থার প্রতি আবারও এক করুণ বাস্তবতা তুলে ধরল।