ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর শ্রমিকদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশ এগিয়ে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে আগামী দিনের লক্ষ্য: জামায়াত আমির মানবাধিকারের পক্ষে থাকুন, ঘেটো বানাবেন না: তথ্য উপদেষ্টা ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২১ জন নিহত, আহত অন্তত ২৯ শিশুদের মাঝে গড়ে তুলতে হবে পরিবেশ সচেতনতা: রিজওয়ানা হাসান বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের নতুন মিশন চালু: প্রেস উইং দেশজুড়ে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯৪ জন আর কোনো ‘গডফাদার’ বাংলাদেশে সৃষ্টি হতে দেওয়া হবে না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার অধিকার নেই মালিকদের: শ্রম উপদেষ্টা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৪ কোটির অবৈধ জাল ও পলিথিন জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

 

ভোলার চরফ্যাশন উপজেলায় বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব মালামালের বাজারমূল্য প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা।

শনিবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে চরফ্যাশন বাজার এলাকায় ১০টি গুদামে তল্লাশি চালানো হয়।

অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল প্রায় পাঁচ লাখ মিটার নতুন কারেন্ট জাল, পাঁচ লাখ মিটার চরঘেরা জাল, এক লাখ মিটার মশারি জাল, তিন হাজার পিস চায়না দুয়ারি জাল, চার পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন।

কোস্ট গার্ড জানায়, এসব জাল দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। অভিযানের সময় সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অপরদিকে, জব্দকৃত নিষিদ্ধ পলিথিন হস্তান্তর করা হয় পরিবেশ অধিদপ্তরের কাছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, মৎস্যসম্পদ রক্ষা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কোস্ট গার্ড এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কার্যক্রম দমন করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী মহলে এ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সচেতন মহল কোস্ট গার্ডের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৪ কোটির অবৈধ জাল ও পলিথিন জব্দ

আপডেট সময় ০১:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

 

ভোলার চরফ্যাশন উপজেলায় বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব মালামালের বাজারমূল্য প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা।

শনিবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে চরফ্যাশন বাজার এলাকায় ১০টি গুদামে তল্লাশি চালানো হয়।

অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল প্রায় পাঁচ লাখ মিটার নতুন কারেন্ট জাল, পাঁচ লাখ মিটার চরঘেরা জাল, এক লাখ মিটার মশারি জাল, তিন হাজার পিস চায়না দুয়ারি জাল, চার পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন।

কোস্ট গার্ড জানায়, এসব জাল দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। অভিযানের সময় সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অপরদিকে, জব্দকৃত নিষিদ্ধ পলিথিন হস্তান্তর করা হয় পরিবেশ অধিদপ্তরের কাছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, মৎস্যসম্পদ রক্ষা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কোস্ট গার্ড এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কার্যক্রম দমন করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী মহলে এ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সচেতন মহল কোস্ট গার্ডের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।