০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে: আমীর খসরু শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ পারমাণবিক চালিত আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার ঘোষণা পুতিনের নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি

মাদারীপুরে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খাঁ গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / 65

ছবি: সংগৃহীত

 

মাদারীপুর সদর মডেল থানা পুলিশ মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি ইদ্রিস খাঁকে (৬৫) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ইদ্রিস একই এলাকার মৃত মাজেদ আলী খাঁর ছেলে। মাজেদ আলীর এক ছেলে ইতালি প্রবাসী। তিনি লিবিয়া হয়ে ১৩ লাখ টাকার চুক্তিতে ঝিকরহাটি ও সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত যুবককে লিবিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে নাকি তাদের বিদেশ পাঠিয়েছে। তবে সেখানে পৌঁছার পর তারা লিবিয়ার বন্দিশালায় আটক হয়। আটক অবস্থায় নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ দাবির মাধ্যমে তাদের উপর থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়। মুক্তিপণ না দেওয়ার কারণে বন্দিদের ওপর কঠোর ও অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী একটি পরিবার এই ঘটনার অভিযোগে মাদারীপুর জেলা আদালতে একটি সিআর মামলা দায়ের করে। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে ইদ্রিসের বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করলে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সজল বলেন, “মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে তোলা হবে।”

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিস খাঁ গ্রেফতার

আপডেট সময় ১২:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

 

মাদারীপুর সদর মডেল থানা পুলিশ মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি ইদ্রিস খাঁকে (৬৫) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ইদ্রিস একই এলাকার মৃত মাজেদ আলী খাঁর ছেলে। মাজেদ আলীর এক ছেলে ইতালি প্রবাসী। তিনি লিবিয়া হয়ে ১৩ লাখ টাকার চুক্তিতে ঝিকরহাটি ও সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত যুবককে লিবিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে নাকি তাদের বিদেশ পাঠিয়েছে। তবে সেখানে পৌঁছার পর তারা লিবিয়ার বন্দিশালায় আটক হয়। আটক অবস্থায় নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ দাবির মাধ্যমে তাদের উপর থেকে লাখ লাখ টাকা আদায় করা হয়। মুক্তিপণ না দেওয়ার কারণে বন্দিদের ওপর কঠোর ও অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী একটি পরিবার এই ঘটনার অভিযোগে মাদারীপুর জেলা আদালতে একটি সিআর মামলা দায়ের করে। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে ইদ্রিসের বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করলে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সজল বলেন, “মানবপাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে তোলা হবে।”